তিন রাজ্যে বিজেপির মার, পাঞ্জাবে আম আদমির ঝড়, অশনি সংকেতের মেঘ কংগ্রেসের মাথায়

মিটেছে পাঁচ রাজ্যের ভোট পর্ব। যার মধ্যে গুরুত্বপূর্ণ চারটি রাজ্য হল, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, গোয়া ও পাঞ্জাব। ভোট গ্রহণ ( Election Exit Poll ) পর্ব মেটার পর থেকেই একটা অন্য রকম শান্তি তৈরি হয় নির্বাচনী কেন্দ্রগুলি জুড়ে। আসলে এই শান্তি ঝড় আসার আগের মুহূর্ত। হাতে আর পরে কয়েক ঘন্টা। তারপরই পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল। কিন্তু নির্বাচন কমিশন ফলাফল বের করার আগে থেকেই দেশ জুড়ে এক্সিট পোল গবেষণা শুরু করে দেয় নানা সংবাদমাধ্যম ও সংস্থাগুলি। অবশ্য এক্সিট পোলে যা ফলাফল আসে তা যে সর্বদা সঠিক এরকম কোনও কথা নেই। অনেক সময় মানুষের মধ্যে নির্দিষ্ট দলের হয়ে বার্তা পৌঁছে দিতেও এক্সিট পোলকে ব্রহ্মাস্ত্র করা হয়ে থাকে।

নির্বাচন মেটার পর থেকেই ইতিমধ্যে একাধিক এক্সিট পোল সমীক্ষা ( Election Exit Poll ) চলে এসেছে হাতের কাছে। যেখানে স্পষ্ট বার্তা ৩ রাজ্যে ফের জারি হতে পারে বিজেপি শাসন। আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ রাজ্য পাঞ্জাবে হতে পারে পালাবদল। উল্লেখ্য বিগত কয়েকদিনে একাধিক এক্সিট পোল সমীক্ষা সামনে এসেছে জনগণের। সেগুলির মতোই এদিন আরও একটি এক্সিট পোল সমীক্ষা ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। যেখানে চারটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের সংখ্যাসূচক নির্বাচনী সমীক্ষা উঠে আসে মানুষের সামনে। এই সমীক্ষায় বলা হয়েছে –

সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশ জুড়ে ফের একবার উঠতে চলেছে গেরুয়া ঝড়। সেখানে দ্বিতীয়বারের জন্য বিজেপিই ( Election Exit Poll ) ফের আসতে চলেছে ক্ষমতায়। গণনা বলছে, ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৩ শতাংশ ভোট। অপরদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির ঝুলিতে  যেতে পারে ৩৫ শতাংশ ভোট। মায়াবতী পেতে পারেন ১৫ শতাংশ ভোট। কংগ্রেস ৩ শতাংশ।

অন্যদিকে, উত্তরাখন্ডেও ফের বইতে চলেছে গেরুয়া হাওয়া। সমীক্ষা ( Election Exit Poll ) অনুযায়ী, উত্তরাখন্ডে মোট ৪৩ শতাংশ ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফিরতে চলেছে বিজেপি। পাশাপাশি, প্রধান বিরোধী দলের জায়গাতেই বহাল কংগ্রেস। মিলতে পারে ৩৮ শতাংশ ভোট। আম আদমি পার্টির ঝুলিতে যেতে পারে ৩ শতাংশ। বিএসপি পেতে পারে ৪ শতাংশ ও ১২ শতাংশ অন্যান্যদের ঘরে।

এই দুই রাজ্যের মতো গোয়ায় হয় তো প্রচারের শোরগোল বেশি হয় না। কিন্তু এই ছোট রাজ্যেও রাজনীতি বেশ উত্তপ্ত। এবারও গোয়াতে প্রতিবারের ন্যয় কংগ্রেস-বিজেপি দড়ি টানাটানি দেখা যেতে পারে। সমীক্ষা অনুযায়ী, গোয়াতে বিজেপির ঝুলিতে যেতে পারে ৩২ শতাংশ। অপরদিকে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৯ শতাংশ। প্রথমবার গোয়ার ময়দানে নামা তৃণমূলের ঝুলিতে যেতে পারে ১৪ শতাংশ। পাশাপাশি, আম আদমি পার্টি পেতে পারে ৭ শতাংশ।

আরও পড়ুন…Uttar Pradesh Election : সমাজবাদী পার্টি পাকিস্তানের! নির্বাচনী হাওয়া উত্তরপ্রদেশ এখন যোগীময়

তবে উত্তরপ্রদেশের মতোই জাতীয় রাজনীতিতে ( Election Exit Poll ) বেশ সরগরম পরিস্থিতি পাঞ্জাব জুড়ে। বিশেষজ্ঞদের মতে,  হয় তো এই বিধানসভা নির্বাচনে দেখা যেতে পারে পালাবদল। কংগ্রেসকে সরিয়ে গদি নিতে পারে আম আদমি পার্টি। দিল্লি থেকে যাত্রা শুরু করে কেজরিওয়াল পাঞ্জাব বিধানসভা দখল করতে পারলে জাতীয় রাজনীতিতে বেড়ে যাবে তাঁর প্রভাব। তবে এই পরিস্থিতিতে বেজায় মুশকিলে পড়তে পারে। পাঞ্জাবের মতো শক্ত ঘাঁটি হারিয়ে ফেললে জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী দল হয় নিজেদের সম্মানহানি করতে পারে গান্ধী পরিবারের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এই বারের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করতে পারে আম আদমি পার্টি। অপরদিকে, রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হতে পারে কংগ্রেস। ২৬ শতাংশ ভোট যেতে পারে তাঁদের ঝুলিতে। পাশাপাশি, অকালি দল পেতে পারে ২০ শতাংশ এবং বিজেপি ও অন্যান্যরা পেতে পারে ৭ শতাংশ।




Leave a Reply

Back to top button