Bappi lahiri : তিন বছর বয়সেই তবলাতে হাতেখড়ি, প্রায় দুশক বাপির সুরের জাদুতেই মজে ছিল আপামোড় বাঙালি

অহেলিকা দও, কলকাতা : হারিয়ে গেলেন সংগীত জগতের ( world of music) কিংবদন্তি শিল্পী। ফের হলো এক নক্ষত্র পতন। ৬৯ বছর বয়সে ছেড়ে চলে গেলেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী ( ‘Disco King’ Bappi Lahiri)। প্রয়াত হলেন লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar), সন্ধ্যা মুখোপাধ্যায়ের ( Sandhya Mukherjee) মত একেরপর এক শিল্পী। মঙ্গলবার রাত ১১টা ৪৫মিনিটে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় ( Obstructive sleep apnea) আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। ২৯ দিন এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মুম্বইয়ের ( mumbai) একটি বেসরকারি হাসপাতালে ( private hospital) জীবনের সাথে লড়াইয়ে করেও শেষ রক্ষা হলো না তাঁর। তাঁর জীবন যেমন ছিল রঙিন ঠিক তেমনই ছিল তাঁর জীবন সংগ্রাম ( The struggle of life)।
Bappi lahiri : অলোকেশ লাহিড়ী
বাপ্পি লাহিড়ীর আসল নাম অলোকেশ লাহিড়ী। ১৯৫২ সালে তিনি জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এক আত্মীয় তাঁর ডাক নাম রেখেছিলেন বাপ্পি। বাপ্পি লাহিড়ীর পরিবারে ছোট থেকেই ছিল সঙ্গীতের চর্চা। এমনকি তাঁর মা বাশুড়ি লাহিড়ী এবং বাবা অপরেশ লাহিড়ী দুজনেই বাংলা সঙ্গীত জগতের এক পরিচিত মুখ। এই পরিচিতির কারণে স্বপ্ন পূরনের সংগ্রাম কঠিন ছিল না তাঁর। তবে এই বাপ্পি লাহিড়ী গোটা বিশ্বে খেতাব অর্জন করবে তা কেউই কল্পনা করতে পারেননি।
Bappi lahiri : ৩ বছর বয়সে প্রথম তবলা বাজানো
১৯৫৫ সালে মাত্র ৩ বছর বয়সে বাপ্পি লাহিড়ী প্রথম তবলা বাজানো শুরু করেন। তাঁর শুরু থেকেই ইচ্ছে মুম্বাইয়ে পাড়ি দেওয়ার। সেই ইচ্ছে থেকেই তিনি নিজের স্বপ্ন পূরণ করেছিলেন। ১৯৭২ সালে মাত্র ১৯ বছর বয়সে দাদু নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন শিল্পী। তাঁর মামা ছিলেন বলিউডে সেই সূত্রেই তিনি ১৯৭৩ সালে মুম্বাই চলে যান। হিন্দি ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ ‘নানহা শিকারি’। এই ছবিতে প্রথম গান গেয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে তাহির হুসেনের ‘জখমি’ ছবিতে তিনি গানের পাশাপাশি প্লেব্যাকও করেছিলেন।
Bappi lahiri : মিঠুন চক্রবর্তীর সাথে কাজ
১৯৮০ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে তিনি মিঠুন চক্রবর্তীর সাথে কিছু ভারতীয় চলচ্চিত্রে কাজ করেছিলেন। আর তিনি এরপরই পেয়েছিলেন ‘ডিস্কো কিং’ এর খেতাব। কিশোর কুমার, আশা ভোঁসলে থেকে শুরু করে ঊষা উত্থুপদের সাথে কাজ করেছিলেন তিনি। এই ১০ বছরে তিনি ওগো বধূ সুন্দরী, নমক হালাল, ডিস্কো ডান্সার, ডান্স ডান্স, সত্যমেব জয়তে, কম্যান্ডো, থানেদার এর মতো সিনেমায় কাজ করেছিলেন।
Bappi lahiri : গিনিস বুক অফ ওয়ার্ল্ড
১৯৮৫ সালে তিনি পেয়েছিলেন প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর ১৯৮৬ সালে তিনি ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম তুলেছিলেন। অমিতাভ বচ্চনের ‘শরাবি’ ছবির জন্য পেয়েছিলেন বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড। ২০১২ সালে ‘দ্য ডার্টি পিকচার’ ছবির বিখ্যাত গান ‘উ লা লা’ এর জন্য পেয়েছিলেন মির্চি মিউজিক অ্যাওয়ার্ড। ২০১৮ সালে ফিল্মফেয়ারের তরফে পেয়েছিলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ‘বাগি ৩’ ছবির ভাঙ্কাস গানে সুর দেন ও গান গান। এই গানটির পর তিনি আর কোনো হিন্দি সিনেমায় কাজ করেননি। কিন্তু নভেম্বর মাসে ‘সারেগামাপা’ এর মঞ্চে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। এমনকি ‘বিগ বস ১৫’ তেও নাতি স্বস্তিকের গান ‘বাচ্চা পার্টি’ এর প্রচারে এসেছিলেন।