Gautam Adani : মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি গৌতম আদানি

রাখী পোদ্দার, কলকাতা : অবশেষে জল্পনার অবসান। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির ( Asia’s richest man) তকমা পেলেন শিল্পপতি গৌতম আদানি ( Gautam Adani)। একলাফে সম্পত্তি বাড়ল প্রায় কয়েকগুণ। আর তার জেরেই মুকেশ আম্বানিকে টপকে শীর্ষে এখন গৌতম আদানি ( Gautam Adani)। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ৫৯ বছর বয়সি গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ পৌঁছেছে ৮৮.৫ বিলিয়ন। এই বছর এখনও পর্যন্ত গৌতম আদানি ( Gautam Adani) সম্পত্তির পরিমাণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা। আদানি গোষ্ঠীর কোম্পানি গুলির শেয়ারের মূল্যও বেড়েছে। এটি উল্লেখযোগ্য যে ১৩ বিলিয়নের তুলনায় আদানিদের মোট সম্পদ বছরে ৫৫ বিলিয়ন বেড়েছে। যার প্রভাব লক্ষ্য করা গেছে স্টক মার্কেটেও।
Gautam Adani : সার্ভাইভার অব ক্রাইসিস
আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি ( Gautam Adani)। জানা গিয়েছে, তিনি পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিমানবন্দর, ডেটা সেন্টার এবং প্রতিরক্ষা চুক্তিতে অগ্রসর হচ্ছেন। যা বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে। গৌতম আদানিকে সার্ভাইভার অব ক্রাইসিস ( Survivor of Crisis) বলা হয়ে থাকে। শোনা যায়, কলেজ ড্রপআউট গৌতম আদানিকে ১৯৯৮ সালে কিছু লোক অপহরণ করেছিল। রিপোর্ট অনুযায়ী, অপহরণের এই ঘটনায় অপহরণকারীরা তাঁর পরিবারের কাছ থেকে ১৫ কোটি টাকার মুক্তিপণ দাবি করেছিল। টাকা পাওয়ার পরই তাঁকে মু্ক্তি দেওয়া হয়েছিল। তবে যাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছিল তাঁদের প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও ২০০৮ সালে মুম্বাইতে যে তাজ হোটেলে জঙ্গিরা হামলা চালায় সেইদিনও তিনি ওই হোটেলের এক রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন। তিনি নিজের চোখে জঙ্গিদের দেখেওছিলেন। কয়েকশো মানুষের সঙ্গে বেসমেন্টে লুকিয়ে তিনি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন সেদিন। এই কারণেই তাঁকে সার্ভাইভার অব ক্রাইসিস ( Survivor of Crisis) বলা হয়।
Gautam Adani : রিনিউয়েবল এনার্জি ব্যবসায় বিনিয়োগ
গৌতম আদানি এই মুহূর্তে রিনিউয়েবল এনার্জি ( Renewable energy) ব্যবসায় যথেষ্ট মনোযোগ দিচ্ছেন। গৌতম আদানি বলেছিলেন যে ২০৩০ পর্যন্ত তিনি রিনিউয়েবল এনার্জির উপর ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। তাঁর স্বপ্ন আদানি গ্রুপ বিশ্বের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি উৎপাদনকারী হয়ে উঠুক।
আরও পড়ুন-Hindu Muslim : ৮০০ বছরের পুরনো মন্দিরকে জীবিত করতে একত্রিত গ্রামবাসীরাhttps://thebengalichronicle.com/hindu-muslim-villagers-unite-to-bring-old-temple/
আরও পড়ুন-Bollywood News : বলিউড অভিনেত্রীদের মত সুন্দরী হতে চান! রইল ৫ নায়িকার সৌন্দর্যের রহস্যhttps://thebengalichronicle.com/bollywood-news-about-actress/
Gautam Adani : ২০ মাসের মধ্যে সম্পত্তির পরিমাণ দ্বিগুণ
অতিমারির সময় থেকেই থেকেই গৌতম আদানির ( Gautam Adani) সম্পত্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২০ সালের ১৮ই মার্চ আদানির সম্পত্তির নেট মূল্য ছিল ৪.৯১ বিলিয়ন মার্কিন ডলার। মাত্র ২০ মাসের মধ্যে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের তুলনায় প্রায় ১৮০৮ শতাংশেরও বেশি। বছরের শুরুতে আদানি গ্রুপ মুকেশ আম্বানিকে ( Mukesh Ambani) পিছনে ফেলে এগিয়ে গেলেও, যেই ভাবে এই দুজনের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে মনে করা যায়, ভবিষ্যতে এদের দুজনের মধ্যে বিপুল প্রতিযোগিতা বাড়তে চলেছে।