এই প্রেম কাহিনী হার মানাবে সিনেমাও, দীর্ঘ লড়াই শেষে এই বিদেশিনীকেই বিয়ে বিহারের যুবকের

রাখী পোদ্দার, কলকাতা : “ভালোবাসার ( Love) কোনো ভাষা হয় না, কোনো সীমানা মানে না এই ভালোবাসার” এই কথাটা তো আমাদের প্রত্যেকেরই জানা। এর আগে বহুবার বহু উদাহরণও দেখছি আমরা সকলেই। আরও একবার এমনই এক হৃদয় স্পর্শগ্ৰাহী প্রেমের গল্প উঠে আসল সকলের সামনে। বিহারের নওয়াদার ( Bihar’s Nawada) এক পুরুষের সঙ্গে সম্পূর্ণ দেশি রীতিনীতিতে গাঁটছড়া বেঁধেছেন ( Tied The Knot) জার্মানির ( Germany) এক মহিলা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ( Couple) বিবাহের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তুমুল। ল্যারিসা বেলচ ( German Woman Larrisa Belch) একজন জার্মান মহিলা। যার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই জার্মানিতে ( Germany)। তিনি গাঁটছড়া বেঁধেছেন বিহারের নাওয়াদার ( Bihar’s Nawada) বাসিন্দা সত্যেন্দ্র কুমারের ( Satyendra Kumar) সাথে। জানা গিয়েছে যে, তাঁরা দুজনই সুইডেনে গবেষণার ছাত্র ছিলেন। সত্যেন্দ্র যখন ত্বক ক্যান্সারের ( Skin Cancer) গবেষণায় জড়িত ছিলেন, তখন ল্যারিসা ( German Woman Larrisa Belch) প্রোস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করছিলেন। ২০১৯ সালে তাঁরা প্রথম দেখা করে এবং একে অপরকে ভালোভাবে জানার পর, তাঁরা সিদ্ধান্ত নেয় তিন বছর পর বিয়ে ( Married) করার।
জোরকদমে চলছে শ্যুটিং, সান্ধ্য ‘গোধূলিতেই’ দর্শক মনে ‘আলাপ’ জমাচ্ছে কৌশিক-সোমু
তাঁরা দুজনেই চেয়েছিলেন ভারতে ( India) বিয়ে করতে। ল্যারিসাও ( German Woman Larrisa Belch) ভীষণভাবে আগ্রহী ছিলেন ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আরও জানতে। ল্যারিসা ( German Woman Larrisa Belch) বলেন, তিনি ভারতে এসেছেন তাঁর জীবন উপভোগ করার জন্য। এছাড়াও তিনি বলেন, এখানকার মানুষগুলো সত্যিই খুব সুন্দর। তাঁদের সংস্কৃতি আর এখানকার সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। তিনি আরও যোগ করেন, হিন্দি ভাষার অনেক কিছুই তিনি বুঝতে পারেন না সেক্ষেত্রে সত্যেন্দ্র ( Satyendra Kumar) তাঁকে সাহায্য করে অনুবাদ করতে। সত্যেন্দ্রের সঙ্গে গাঁটছড়া বাঁধতে বিশেষ ভিসায় ভারতে এসেছেন ল্যারিসা ( German Woman Larrisa Belch)। ভারতীয় রীতি ও নীতি মেনে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিছু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে, ল্যারিসার বাবা-মা তাঁদের মেয়ের বিয়েতে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু সত্যেন্দ্রের পুরো পরিবার উপস্থিত ছিল এই বিয়ের অনুষ্ঠানে।এবং উৎসাহের সাথে ল্যারিসা ( German Woman Larrisa Belch) ও সত্যেন্দ্রের ( Satyendra Kumar) ভালবাসার এইরূপ পরিণতিকে উৎযাপন করেছিলেন। তাঁদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয় রাজগীরের একটি হোটেলে। বিদেশি মেম ল্যারিসাকে ( German Woman Larrisa Belch) দেশি ব্রাইডাল লুকে দেখতে লাগছিল অনবদ্য। ল্যারিসা ( German Woman Larrisa Belch) তাঁর এই বিশেষ দিনে বেঁছে নিয়েছিলেন নীল পাড় লাল লেহেঙ্গা ( Lehenga) আর তার সাথে সুন্দর ডিজাইন করা গয়না ( Well Designed Jewellery)। অপরদিকে বরও কিছু কম যায় না, সোনালী রঙের শেরওয়ানিতে বিদেশী মেমের সাথে বেশ দারুণ মানিয়েছিল এই দেশি যুবককে।
“বলিউডের সবথেকে খারাপ অভিনেতা সলমন খান”, এরুপ বক্তব্যে বিতর্কে জড়ালেন বেবো