কবে খুলছে মহাতীর্থ কেদারনাথের দরজা? জেনে নিন শ্রেষ্ঠ শৈবক্ষেত্র যাত্রার দিনক্ষণ

মহামারীর কারণে সারা দেশের প্রায়ই সমস্ত বড় বড় তীর্থ স্থানগুলো বন্ধ হয়ে পড়েছিল। তার মধ্যে একটি ছিল মহাদেবের আদি তীর্থস্থান ও দ্বাদশ জ্যোতিলিঙ্গের অন্যতম প্রধান কেদারনাথ ( Kedarnath opening date )। করোনা মহামারীর জন্য প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল কেদারনাথের দ্বার ( Kedarnath opening date )। অবশেষে মহা শিবরাত্রিতে মন্দিরের কার্যালয় থেকে জানানো হয় কবে থেকে খুলছে আদি দেবতা মহাদেবের দ্বার। জানা গিয়েছে আগামি ৬ মে ৬ টা ২৫ মিনিটে উন্মোচিত হবে মন্দিরের প্রাঙ্গন। ওমাকেশ্বর থেকে আগামী ২ মে শুরু হবে কেদারনাথের ( Kedarnath opening date ) ডোলি যাত্রা। তারপর ৩ মে বাবার ডোলি ফাটায় ও ৪ মে গৌরিকুণ্ডে পৌঁছাবে। ৫ মে কেদারনাথে প্রবেশ করবে ডোলি।
আরও পড়ুন………জিততে হবে যুদ্ধ! পুতিন বাহিনীর বিরুদ্ধে রণক্ষেত্রে ৯৮ বছরের বৃদ্ধা
দীর্ঘদিন বন্ধ থাকার পর ভক্তরাও বেশ উৎসাহী মহাদেবের দর্শন পাওয়ার জন্য। অনেক তীর্থযাত্রিরা রয়েছেন যারা প্রায়ই মুখিয়ে আছেন কেদারনাথ ( Kedarnath opening date ) যাত্রার জন্য। তাদের জন্য এটা একটা সুখবর। কেদারনাথ মন্দিরের ( Kedarnath Temple ) দরজা খোলার দিনক্ষণ অবশ্য অনেক আগে থেকেই স্থির করা হয়েছিল। সমস্থ কোভিডবিধি মেনে কিভাবে ভক্ত সমাগম নিয়ন্ত্রণ করবে সে সমস্ত বিষয় মন্দিরের পক্ষ থেকে পূর্বপ্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। মহাশিবরাত্রিতে ৮ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে ওমকারেশ্বর মন্দির। বর্তমানে শৈবক্ষেত্রটি বিশাল পুরু বরফের চাদর দিয়ে ঢাকা রয়েছে। কেদারনাথ মন্দিরের আশপাশও বরফ দিয়ে পুরো ঢাকা রয়েছে। কেদারনাথ মন্দিরের দরজা খোলা হলেও তা সম্পূর্ণভাবে খোলা হবে না। কোভিডবিধির কথা মাথায় রেখেই মানা হবে বেশ কিছু নিয়মাবলি। এছাড়াও মন্দিরের তীর্থযাত্রীরা যাতে মহামারী সংক্রমণবিধি যাতে মেনে চলে ও সাবধানতা অবলম্বন করে সে বিষয়ে মন্দিরের ( Kedarnath opening date ) সংগঠন থেকে কড়া বিধিনিষেধ নেওয়া হয়েছে। এছাড়াও আশেপাশের হোটেল ও তীর্থযাত্রীদের থাকার জায়গাগুলোতেও কড়া বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন…………ধিক্কারজনক! টানা ৫ বছর ধরে দাদু-বাবা-দাদা-কাকার যৌন লালসার শিকার একরত্তি
প্রসঙ্গত মন্দির খোলার বিষয়টি নিয়ে মন্দিরের প্রধান পুরোহিত জানান যে, মহাশিবরাত্রিতে পঞ্জিকানুসারে কেদারনাথের মন্দির খোলার দিনক্ষণ স্থির করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই নির্ধারিত দিনেই মন্দিরের দ্বার খোলা হবে। ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। আবারও দীর্ঘদিন পর ভক্তমহলের সমাগম ঘটবে এটাই আনন্দের বিষয় বলে জানান তিনি। এই বছরটিকে ঘিরে মন্দিরের পুরোহিত , ব্যবসায়ী ও পর্যটনদের মধ্যে তাই উৎসাহের শেষ নেই।