Hijab controversy : সোজা ক্লাস থেকে বার করে দেওয়া হল, হিজাব বিতর্কে মামলা রুজু ১০ ছাত্রীর বিরুদ্ধে

বেশ কয়েক মাস ধরে কর্নাটকের শুরু হয়েছে হিজাব বিতর্ক ( hijab controversy )। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়ে আসা যাবেনা এই নিয়েই শুরু হয় এই উত্তেজনা। এরপর থেকে প্রতিদিনই উত্তেজনা বাড়ছে ভারতের কর্ণাটকে। কর্ণাটক ছেড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভিন রাজ্যেও। উত্তেজনা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় হাইকোর্টে মামলাও দায়ের করা হয়। কর্ণাটক হাইকোর্ট থেকে জানানো হয় মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মিক পোশাক পড়ে যাওয়া যাবে না। তবুও মানা হয়নি সেই নিষেধাজ্ঞা। ফলে বহিস্কৃত করা হয় কলেজের ৫৮ ছাত্রীকে এবং প্রথমবার মামলা দায়ের করল পুলিশ।
hijab controversy : হিজাব বিক্ষোভে ছাত্রী বহিষ্কার
রাজ্যের শিভামোগ্গা জেলার শিরালাকোপ্পার একটি সরকারি কলেজে হিজাব ( hijab controversy ) পরে আসায় ৫৮ জন ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ তারা সরকারি নির্দেশ অমান্য করে হিজাব পরে কলেজে এসেছিল এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল। কিন্তু শনিবার ওই ছাত্রীরা আবারও হিজাব পরেই কলেজে ঢোকার চেষ্টা করে। সেখানে তারা স্লোগান দিচ্ছিল হিজাব পরা তাদের অধিকার। যদিও তাদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি।
hijab controversy: তুমাকুরুর বিক্ষোভ
তবে এখানেই থেমে নেই বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে তুমাকুরু জেলার একটি সরকারি প্রি ইউনিভার্সিটি কলেজে মামলা রুজু হয়েছে ১০ জন মুসলিম ছাত্রীর নামে। ওই ছাত্রীরা হিজাব পরে কলেজে ঢোকার চেষ্টা করছিলেন, তখন পুলিশ তাদের পথ আটকায়। বিক্ষোভ এর মাধ্যমে ছাত্রীরা তাদের প্রিন্সিপাল এবং শিক্ষকদের কাছ থেকে জবাব চাইছিলেন, হিজাব পরে কেন তাদের কলেজে ঢুকতে দেওয়া হবে না।
hijab controversy: মামলা দায়ের
এই ঘটনার পরেই কলেজের প্রিন্সিপাল পুলিশের কাছে ওই ছাত্রীদের নামে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই যার বেআইনি জমায়েত ও একজন সরকারি অফিসারের জারি করা নির্দেশ অমান্য করার ধারায় ১০ জন ছাত্রীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ। এরপর কলেজটির ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন – Weather update : ঝাপিয়ে আসছে বৃষ্টি, হুঁশিয়ারি হাওয়া অফিসের
hijab controversy: শিক্ষিকার ইস্তফা
শুধু ছাত্রীরাই নয় আন্দোলনে নেমেছে শিক্ষিকারাও। ব্যাঙ্গালোরের কাছে তুমাকুরুর একটি কলেজে একজন শিক্ষিকাকে হিজাব ( hijab controversy ) পরার কারণে ইস্তফা দিতে হয়েছে চাকরি থেকে । ওই শিক্ষিকা ইংরেজি পড়াতেন কলেজে। কর্তৃপক্ষ তাকে হিজাব ছাড়া ক্লাস নিতে বললে তিনি ইস্তফা দেন।
আরও পড়ুন – তৃতীয় দফার যুদ্ধে তৈরি শাসক-বিরোধী, যাদব ঘাঁটিতে জয় আনতে মরিয়া অখিলেশ