কাশ্মীরের বাড়িতে পতাকা তুললেন হিজবুল জঙ্গির ভাই, গাইলেন ‘সারে যাঁহা সে আচ্ছা’

৩৭০ ধারা বাতিল হয়েছে কাশ্মীরে। তারপর থেকে বদলে গেছে ভূস্বর্গ। পাথরবাজি প্রায় বন্ধ। সন্ত্রাসি হামলাও অনেকটা কমেছে।

৩৭০ ধারা বাতিল হয়েছে কাশ্মীরে। তারপর থেকে বদলে গেছে ভূস্বর্গ। পাথরবাজি প্রায় বন্ধ। সন্ত্রাসি হামলাও অনেকটা কমেছে। এর মধ্যেই সামনে এল আরেক ছবি। কাশ্মীরে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলেন হিজবুল জঙ্গির ভাই। গাইলেন ‘সারে যাঁহা সে আচ্ছা’। এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি নিয়েছে কেন্দ্র সরকার। প্রত্যেক ভারতীয় বাড়ির ছাদে পতাকা উত্তোলন করছেন। মোদী সরকারের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় পতাকা তুলেছেন হিজবুল জঙ্গি জাভিদ মাট্টুর ভাই রইশ মাট্টুও। একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তেরঙ্গা হাতে দাঁড়িয়ে আছেন রইশ।

India,National Flag,Hizbul Terrorist,Hoist,Jammu Kashmir

জাভিদ মাট্টু হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য। একাধিক নাম আছে তার। কখনও সে ফয়জল, সাকিব কখনও আবার মুসেইব। কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের প্রকাশিত কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় প্রথম দশে নাম রয়েছে তার।

জাভিদের ভাই রইশ। কাশ্মীরের সোপোরে বাড়ি। তাঁকেই নিজের বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে বলছেন, দাদা জঙ্গি হলেও ভাই যে সেই মানসিকতার নন, তারই প্রমাণ মিলল এই কাজে।

বিশেষজ্ঞদের অনেকে অবশ্য, এই ঘটনাকে এত সহজভাবে দেখতে নারাজ। কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে সমর্থনের আড়ালে অন্য কোন বড় হামলার ছক কষা হচ্ছে কিনা, সে প্রশ্নও ভাবাচ্ছে। প্রসঙ্গত, রবিবার জম্মু-কাশ্মীরে  তেরঙ্গা মিছিল বের‍য়। রাজ্যের একাধিক অঞ্চলে এই মিছিলের আয়োজন করা হয়েছিল।




Leave a Reply

Back to top button