তবে কি ভোটের জন্যই পরের বছরেই উদ্বোধন করতে চলেছেন রামমন্দির

দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে থিম হিসাবে রাখা হয়েছিল অযোধ্যার রামমন্দির । তবে এবার দশমীর দিনই রমলিলার মঞ্চ থেকে ঘোষণা হলো ২৪ এই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দির। যার কাজ প্রায় শেষের পথেই।

দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে থিম হিসাবে রাখা হয়েছিল অযোধ্যার রামমন্দির । তবে এবার দশমীর দিনই রমলিলার মঞ্চ থেকে ঘোষণা হলো ২৪ এই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামমন্দির। যার কাজ প্রায় শেষের পথেই।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার নতুন রামমন্দিরে। এ দিনই সরসঙ্ঘচালক মোহন ভাগবত আরএসএসের বিজয়া দশমীর অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন, অযোধ্যায় নতুন রামমন্দিরের দরজা খুলবে ২২ জানুয়ারি। সেই একই দিনে মোদীর রামমন্দির নিয়ে এই বক্তব্য তাই আরও বেশি তাৎপর্যপূর্ণ ঠেকেছে রাজনৈতিক মহলের কাছে।

তিনি দসেরার উৎসবে যোগ দিয়ে সেখানে বলেছিলেন ।‘‘কয়েক দিন পরেই ভগবান রাম আসতে চলেছেন। রামমন্দির প্রতিষ্ঠা আমাদের জয়।’’

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদীর। আজ রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকে রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রামমন্দিরে রামলালার অধিষ্ঠান হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম।’’ এর পরেই তাঁর সংযোজন, ‘‘আগামী রামনবমী পালন করা হবে ওই রামমন্দিরে।’’ একই সঙ্গে, রামের আদর্শে দেশ গড়ারও ডাক দেন তিনি।

বিজয়া দশমীর দিনে সরসঙ্ঘচালক হিসেবে নাগপুরে বার্ষিক বক্তব্যে রামমন্দির নির্মাণের বিষয়ে সরব হন মোহন ভাগবতও। তিনি বলেন, রামমন্দির উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি নিতে চলেছে সঙ্ঘ পরিবার।

 

 




Leave a Reply

Back to top button