Independence Day 2023 Live Updates: সারা দেশে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, বিনম্র শ্রদ্ধা বীর শহীদদের

‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি নিয়েছে কেন্দ্র সরকার। থিম ‘রাষ্ট্র প্রথম, সর্বদা প্রথম’ বা ‘নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট’।

Independence Day 2023 Live Updates: আজ ১৫ আগস্ট। রাজধানী দিল্লি সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে দেশবাসী। এই বছর ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি নিয়েছে কেন্দ্র সরকার। থিম ‘রাষ্ট্র প্রথম, সর্বদা প্রথম’ বা ‘নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট’।

মঙ্গলবার কাঁটায় কাঁটায় সাড়ে সাতটায় লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশের অতিথিদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে বেজে উঠল জাতীয় সঙ্গীত, ‘জনগণমন অধিনায়ক…’। লাকেল্লার উপর পুষ্পবর্ষণ করে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে নিজের পরিবার হিসেবে উল্লেখ করেন তিনি। ভারতের শুভাকাঙ্খীদের জানান শুভেচ্ছাবার্তা।

প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের কিছুক্ষণের মধ্যেই ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল আমেরিকা। বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আজ ১৫ আগস্ট স্বাধীনতার ৭৬ বছরপূর্তিতে আমরা ভারতবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই৷ এই গুরুত্বপূর্ণ দিনে, আমরা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গভীরতা  অনুভব করি। আমরা ভারতবাসীর গর্বের ইতিহাস উদযাপন করছি, যারা দুই দেশের সুদৃঢ় বন্ধনের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি’৷

independence day 2023,independence day speech live,PM Modi Speech,President droupadi murmu,Narendra Modi,Independence day celebrations,Independence Day,Independence Day speech,india indedpendence day,76th Independence Day

ভারতের কোনও বিশেষ দিন মানেই পুরীর সমুদ্র সৈকতে তা বালি শিল্পে ফুটিয়ে তুলবেন সুদর্শন পট্টনায়েক। স্বাধীনতা দিবসেও তার অন্যথা হয়নি। তবে এবার শিল্পী নিজে নন। সমুদ্র সৈকতে হাজির হয়েছিলেন তাঁর ছাত্রছাত্রীরা। তাঁরাই বালিতে ফুটিয়ে তুললেন ‘হর ঘর তেরঙ্গা’।

কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুচকাওয়াজ করবে সেনা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। থাকছেন প্রায় ৪ হাজার পুলিশকর্মী। কলকাতার যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ট্রাফিকে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেদিকে সতর্ক নজর লালবাজারের।

শুধু রাজধানী দিল্লি বা পশ্চিমবঙ্গ নয়, সমস্ত রাজ্যেই পালিত হয় স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।আগরতলায় বাইক র‍্যালির আয়োজন করা হয়। আদিবাসী মহিলারা জাতীয় পতাকা হাতে পাহাড়ি জনপদগুলি পায়ে হেঁটে পরিক্রমা করেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, কর্পোরেট অফিস-সহ প্রতিটি জায়গায় পতাকা উত্তোলন করা হয়। চলে বিভিন্ন অনুষ্ঠান। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যেই ছিল উৎসাহ-উদ্দীপনা।




Leave a Reply

Back to top button