India-Bangladesh border : নো ম্যানস ল্যান্দে চলবে টোটো, তাও আবার এক্কেবারে বিনামূল্যে

প্রত্যুষা সরকার, কলকাতা: দাবানলের মতো ছড়াচ্ছে কোভিড-১৯ করোনা ভাইরাসের। আতঙ্কে গোটা দেশ। এরই মধ্যে সীমান্ত ( border ) পারাপার করা মানুষদের জন্য সুখবর। বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে ( India-Bangladesh border ) ভারত বাংলাদেশের যাত্রীদের জন্য নো-ম্যান্সল্যান্ডে চালু করা হলো বিনামূল্যে টোটো পরিষেবা। বিনামূল্যেই পরিষেবা চালু হওয়ায় খুশি দুই দেশের মানুষই।

( India-Bangladesh border )

ঘোজাডাঙ্গা সীমান্তের অবস্থান ( India-Bangladesh border )

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি পুরনো শহর বসিরহাট। আর সেখানেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ঘোজাডাঙ্গা সীমান্ত (India-Bangladesh border )। বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ ওই সীমান্ত দিয়ে যাতায়াত করে। শুধু মানুষ নয়, ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে আমদানি ও রপ্তানি করা হয় বিভিন্ন প্রকারের জিনিস। যে কোন নিরব প্রায় বেশিরভাগ জিনিসই লেনদেন করা হয় ওই সীমান্ত ( India-Bangladesh border ) দিয়ে।

পরিষেবা চালু হওয়ার পূর্বে ( India-Bangladesh border )

এতদিন এক দেশের মানুষকে পাসপোর্ট জমা রেখে অন্য দেশে যেতে হতো নো-ম্যান্স ল্যান্ড এর উপর দিয়ে প্রায় এক কিলোমিটারের হাঁটা পথে। সাধারণ মানুষ, বাচ্চা, বৃদ্ধ থেকে শুরু করে সকলকেই জিনিসপত্র নিয়ে হাঁটা পথে এক দেশ থেকে অন্য দেশে যেতে হত ওই সীমান্ত দিয়ে। বিশেষ করে বাংলাদেশ থেকে বেশির ভাগ অসুস্থ মানুষ চিকিৎসার জন্যই ভারতে আসেন। তাদের কেউ সবার মতোই এতদিন পায়ে হেঁটে এক কিলোমিটারের পথ অতিক্রম করতে হত। ফলে তাদের মধ্যে অনেকেই আরও অসুস্থ হয়ে পড়তেন।

টোটো পরিষেবা ( India-Bangladesh border )

এইসব বিষয়গুলি লক্ষ্য করে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ঘোজাডাঙ্গা ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টের ( সি এন এফ ) উদ্যোগে চালু হলো সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বিনামূল্যে পরিষেবা। এবার থেকেই ভারত-বাংলাদেশের কোন মানুষকেই আর বাচ্চা বৃদ্ধ রোগী নিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হবে না।ভারত-বাংলাদেশের যে কয়টি সীমান্ত রয়েছে তাদের মধ্যেই বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে ( India-Bangladesh border ) এই প্রথম চালু হলো এই পরিষেবা। ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এর সম্পাদক সঞ্জীব মন্ডল জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত যাতায়াত করা মানুষদের জন্য সারাদিনই চালু থাকবে এই পরিষেবা।

 




Leave a Reply

Back to top button