১৫৬টি প্রচন্ড লাইট কমব্যাট হেলিকপ্টারের অর্ডার দিতে পারে ভারতীয় বায়ু সেনা
ইন্ডিয়ান এয়ারফোর্স ও ভারতীয় সেনা এই চপারগুলি পূর্ব ও পশ্চিম সেক্টরে মোতায়েন করবে

শুভঙ্কর, নয়াদিল্লি : দেশে চারিদিকে এখন শুধু যুদ্ধের আবহাওয়া। দেশের মাটিতে ভারতের লড়াই চলছে পাকিস্তান ও চীনের সাথে। আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের যা অবস্থা, হয়ত কোনো একটা সময় কানাডার বিরুদ্ধেও যুদ্ধে নামতে পারে ভারত। সবকিছু মাথায় রেখেই প্রতিরক্ষাকে শক্ত করতে তৎপর ভারত সরকার। কেন? কি এমন ঘটলো প্রতিরক্ষার ক্ষেত্রে? খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনা ১৫৬টি প্রচন্ড লাইট কমব্যাট হেলিকপ্টারের অর্ডার দিতে পারে হিন্দুস্তান অ্যারোনটিকাল লিমিটেডের কাছে। এমনটাই জানা গেছে সূত্র মারফত।
জানা গেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স ও ভারতীয় সেনা এই চপারগুলি পূর্ব ও পশ্চিম সেক্টরে মোতায়েন করবে। চপারের সম্বন্ধে যা জানা গেছে, সব পরিস্থিতিতেই এগুলি নিজের কাজ করে দেখানোর ক্ষমতা রাখে। আত্মনির্ভর ভারত! তাই এই চপারগুলি সম্পূর্ণভাবে দেশি প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই চপারগুলি ৫০০০ মিটার উচ্চতা থেকে উড়তে পারে। পাহাড়ি এলাকায় সহজেই কাজ করতে পারবে এই চপার। এছাড়াও এই শক্তিশালী চপারগুলি সম্বন্ধে জানা গিয়েছে যে এরা আকাশ থেকে মাটি ও আকাশ থেকে আকাশে মিসাইল ছুঁড়তে পারে। এরা এতটাই সক্ষম ও শক্তিশালী যে পাহাড়ের চূড়ায় শত্রুঘাঁটি উড়িয়ে দিতে পারে। এমনই শক্তিশালী চপার কিনতে চলেছে ভারত সরকার।
উল্লেখ্য, এই মুহূর্তে যুদ্ধে ব্যস্ত ভারত ও চীন। অরুনাচল প্রদেশ নিয়ে ইতিমধ্যেই চলছে টানাপোড়েন দুই দেশের। এমনকি অরুণাচল প্রদেশের খেলোয়ারদের ভিসা অবধি আটকে দিচ্ছে চীন। আবার অন্যদিকে যুগ যুগ ধরে পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেই রয়েছে ভারত সরকারের। তাই সবদিক মাথায় রেখেই এরম শক্তিশালী চপার কিনতে চলেছে ভারত। তবে যুদ্ধে কিভাবে মাত করবে সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। কে কাকে বাজিমাত করবে? সেটা নিয়েও উঠছে প্রশ্ন। এই মুহূর্তে যুদ্ধের আবহাওয়া অব্যাহত ভারতে। প্রতিরক্ষা ক্ষেত্রে কাদের সমর্থন পাওয়া যায় সেটার উপর নজর দেশবাসীর। জানা যাবে আগামীদিনে।