India Pakistan Conflict:পাকিস্তানে ভেঙে পড়লো ভারতের সুপারসনিক ক্ষেপণাস্ত্র, কড়া প্রতিক্রিয়া পাক সেনার

একদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে  পদত্যাগ করার চাপ দিচ্ছে বিরোধীরা। আর এর মধ্যেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। পাকিস্তানের মাটিতেই ভেঙে পড়ল এক ক্ষেপনাস্ত্র। পাক সেনা জানিয়েছে, ভারত সিরসা (হরিয়ানা) থেকে একটি “প্রজেক্টাইল”  (Indian Supersonic Projectile) চালু করেছে, সেটিই পাকিস্তানের নেওয়াল জেলায় ভেঙে পড়েছে।  

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের উদ্দেশে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার দাবী করেছেন, ৯ মার্চ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ভারতের অভ্যন্তরে একটি সুপারসনিক বস্তুর  (Indian Supersonic Projectile) গতিবিধি লক্ষ্য করে পাকিস্তান এয়ার ফোর্সের এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার (PAF)।” পাকিস্তানের দাবির উত্তরে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বা পররাষ্ট্র মন্ত্রক এখনও কিছু মন্তব্য করেনি  (India Pakistan Conflict)। 

India Pakistan Conflictতিনি বলেন, সুপারসনিক বস্তুটি  (Indian Supersonic Projectile) হঠাৎ করে পাকিস্তানের দিকে এগিয়ে আসে এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে (India Pakistan Conflict)।  অবশেষে সন্ধ্যা 6:50 মিনিটে মিয়া চান্নুর কাছে আছড়ে পড়ে। পাকিস্তানের বিমানবাহিনীর ডিজি এবিষয়ে আরও বলেছেন যে এটি তুলে ধরা গুরুত্বপূর্ণ যে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা উভয় দিকেই ক্ষতি করেছে। আর পাশাপাশি পাকিস্তানের জনজীবন ও ব্যাহত হয়েছে বলে দাবী করেন তিনি। 

এই ঘটনাটি নিয়ে পাক মন্ত্রক সন্দেহের আঙুল তুলেছে ভারতের ওপর (India Pakistan Conflict) ।  ভারতীয়দেরই ব্যাখ্যা দাবী করে পাক জনতা। তিনি আরও বলেন, “পাকিস্তান এই স্পষ্ট আকাশপথ লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই নিয়ে ভারত সরকারকে সতর্ক করেছে পাকিস্তান (India Pakistan Conflict) ।

সুপারসনিক বস্তুর গতিপথ সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করে পাকিস্তান এয়ার ফোর্সের অফিসার এভিএম তারিক জিয়া বলেছেন যে প্রজেক্টাইলটি 40,000 ফুট উচ্চতায় উড়ছিল এবং বেশ কয়েকটি বাণিজ্যিক এয়ারলাইন্স 35,000 থেকে 42,000 ফুটের মধ্যে ছিল। “এটি যাত্রীদের নিরাপত্তার জন্য খুবই ক্ষতিকর হতে পারত।

বাবর আরও যোগ করেছেন যে ভারত সরকার কে এ ব্যাপারে বিশদ সরবরাহ করা হয়েছে এবং এখন তাদের ব্যাখ্যা করতে হবে মিয়া চান্নুতে কী ঘটেছে। ভারতের এ বিষয়ে প্রতিক্রিয়া চেয়ে পাঠিয়েছে ইসলামাবাদ। 

আরও পড়ুন ‘ক্যাপ্টেন’ হেমাল শ্রীমালি, অটো চালকের ছেলের সেনা হওয়ার লড়াই

আরও পড়ুন নরেন্দ্র উবাচ, ২০২৪ লোকসভায় নিশ্চিত জয় পেতে প্রতিশ্রুতির বন্যা মোদির

 




Leave a Reply

Back to top button