Army Day : সেনা দিবসে নতুন রূপে ভারতীয় জওয়ানরা, এবার পোশাকও হবে ‘ডিজিটাল’

১৫ জানুয়ারি, এই দিন ভারতীয় সেনার ইতিহাসের একটি চিরস্মরণীয় অধ্যায়। এই দিনটিকে চিরকাল প্রতিটি সেনার তথা ভারতবাসীর মনের অন্দরে রেখে দেওয়ার উদ্দেশ্যেই এদিন পালিত হয় “সেনা দিবস” ( Army Day ) ।

Army Day ইতিহাস

ইতিহাস ঘেঁটে দেখলে জানা যায়, সাল ১৯৪৭-এর ১৫ই আগস্ট অর্থাৎ দেশের স্বাধীনতা প্রাপ্তি। কিন্তু দেশ স্বাধীন হলেও স্বাধীন হয়নি ভারতীয় সেনাবাহিনী(India Army)। কারণ, স্বাধীন দেশের সেনাবাহিনী(Army) নেতৃত্ব করছিল একজন ইংরেজ(British)। স্বাধীনতা লাভ করলেও দেশের সেনা প্রধান পদে তখনও বহাল ছিল একজন ইংরেজ যোদ্ধা, নাম – জেনারেল স্যার ফ্রান্সিস বুচার। তাঁর নেতৃত্বেই চলছিল স্বাধীন ভারতের সেনাবাহিনী। তারপর ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি এই দায়িত্ব হস্তান্তর হয় ভারতীয় সৈনিক লেফট্যানেন্ট জেনারেল কে. এম. কারিয়াপ্পা। আর সেই থেকেই এই দিনটি ভারতীয় সেনাবাহিনী ‘সেনা দিবস’ ( Army Day ) হিসাবে উদযাপন করে আসছে।

Army DayArmy Day নতুন সামরিক পোশাক

উল্লেখ্য, এই সেনা দিবসের দিনই এক নতুন রূপে জনগণের সামনে আসতে চলেছে ভারতীয় সেনাবাহিনী(Indian Army)। প্যারেড প্রদর্শন, বীর নায়কদের সম্মান জ্ঞাপন এবং নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালিত হয় এই ‘সেনা দিবস’ ( Army Day ) । আর সেখানেই মানুষের সামনে নতুন পোশাকে এই বছরের ‘সেনা দিবস’ প্রদর্শন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এই নতুন পোশাকটি ‘ডিজিটাল(Digital)’ নকশা(Pattern)-সহ যুদ্ধ পোশাক যা আগের তুলনায় যথেষ্ট হালকা ও পরিবেশবান্ধব।

আরও পড়ুন…….Vijay Diwas: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ভারত, জেনে নিন ইতিহাস

নয়া সামরিক পোশাকের বৈশিষ্ট্য

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই নতুন পোশাকটি ‘ডিজিটাল’ নকশা সহযোগে নির্মিত। পাশাপাশি, চলতি বছরের ১৫ জানুয়ারি অর্থাৎ সেনা দিবস ( Army Day ) -এর দিনই প্যারেড প্রদর্শনের মধ্যে দিয়ে এই পোশাককে সকলের সামনে প্রকাশ্যে আনা হবে। আগের পোশাকের তুলনায় এই নতুন পোশাকটিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও, এই নতুন সামরিক পোশাকটিতে মাটি ও জলপাই রঙের বিশেষ ব্যবহার করা হয়েছে। এছাড়াও, সেনা সূত্রে জানা গিয়েছে, এই পোশাকটি ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি(NIFT)-র সহযোগিতায় তৈরি করা হয়েছে। মূলত সৈন্যদের পোশাক পড়ার ক্ষেত্রে সুবিধা ও স্বাচ্ছন্দ্য গড়ে তোলার উদ্দেশ্যেই এই নতুন সামরিক পোশাক তৈরি করা।




Leave a Reply

Back to top button