Jalpaiguri News : চুরি গেছে গ্যাস সিলিন্ডার! আতঙ্কে পুলিশ

অহেলিকা দও, কলকাতা : বাঙালিদের ঘরে চুরির ( Theif ) কেচ্ছা এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোথাও না কোথাও শোনা যায় চুরির ঘটনা ঘটেছে( Jalpaiguri News )। এবার চুরি গ্যাস সিলিন্ডার ( gas cylinder)। হ্যাঁ ঠিকই শুনছেন শেষে গ্যাস সরবরাহ ( Gas supply) করার গাড়ির ( car) পিছনে ধাওয়া করছে চোরের দল ( The gang of thieves)। গ্যাস সিলিন্ডার তুলে পলাতক তারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে ( Jalpaiguri)। পুলিশকে ( police) জানানো সত্ত্বেও কোনোরকম সাহায্য পায়নি অসহায় ডেলিভারিম্যানরা ( Deliverymen)।
Jalpaiguri – সিলিন্ডার চুরি
কয়েক মাস ধরেই জলপাইগুড়ি ( Jalpaiguri) শহরের বিভিন্ন গ্যাস সরবরাহকারী কো-অপারেটিভ সোসাইটিগুলি নতুন এক সমস্যায় পড়েছে। তাদের অভিযোগ তারা ভ্যান বা গাড়িতে রান্নার গ্যাস বোঝাই সিলিন্ডারগুলি নিয়ে গ্যাস সরবরাহ করতে মানুষের বাড়ি বা ফ্ল্যাটে যাচ্ছে। ঠিক তখনই টোটো নিয়ে তাদের পিছু নিচ্ছে চোরের দল। যখন তারা বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে যাচ্ছে ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল সেখান থেকে একটি বা দুটি সিলিন্ডার নিয়ে পালিয়ে যাচ্ছে।
Jalpaiguri – ১২টি সিলিন্ডার চুরি
প্রায় দেড় মাস ধরে এই ঘটনা ঘটে চলেছে। জলপাইগুড়ি ( Jalpaiguri) শহরের নিউটাউন পাড়া, পান পাড়া, মহামায়া পাড়া প্রভৃতি এলাকা থেকে বিভিন্ন কো অপারেটিভ সোসাইটি গুলির খালি এবং ভর্তি মিলিয়ে প্রায় ১২টি সিলিন্ডার এই ভাবে চুরি হয়েছে। এই গ্যাস সিলিন্ডারগুলির সিকিউরিটি মানি ও গ্যাসের দাম মেটাতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে অল্প বেতনে কাজ করা ডেলিভারিম্যানেদের।
Jalpaiguri – সমস্যায় পুলিশ ও বক্তব্য
সিলিন্ডার চুরির কিনারা করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হয় পুলিশ। শহরের প্রচুর সিসিটিভি ক্যামেরা খারাপ। তাই অন্ধকারের মধ্যে বেরিয়ে সুত্র খুঁজতে হচ্ছে পুলিশকে। জলপাইগুড়ির ( Jalpaiguri) কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক রতন সরকার বলেন যে, “তারা বিষয়টি লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখোনও পর্যন্ত কোনও কিনারা হয়নি। এই অবস্থা চলতে থাকলে ডেলিভারিম্যানেরা খুব অসুবিধায় পড়বেন কারন তাদের থেকে সিলিন্ডারের টাকা নিয়ে নেওয়া হচ্ছে”। জলপাইগুড়ির এই ( Jalpaiguri) ঘটনায় ডি এস পি হেডকোয়ার্টার সমীর পাল বলেন, “এই কায়দায় চুরির অভিযোগ তারা আগে পাননি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে শহরের কিছু সিসিটিভি ক্যামেরা খারাপ আছে এবং সেগুলির মেরামত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি”।