দলবদলু জয়প্রকাশ, টিভি কিনে টাকা না দেওয়ার কারণ খুঁজছেন অনেকেই

কলকাতা : দলবদলু জয়প্রকাশ, টিভি কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে মজুমদারের ( Jay Prakash ) নামে। বিজেপি কর্মীর অভিযোগ নতুন টিভি কিনে টাকা দেননি জয়প্রকাশ! কয়েকদিন আগেই বিজেপি থেকে বরখাস্ত করা হয় জয়প্রকাশ মজুমদারকে। আবারও দল বদলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দেন তৃণমূলে। বিজেপি নেতা মৃগেন বিশ্বাসের অভিযোগ, জয়প্রকাশ মজুমদার করিমপুর উপনির্বাচনের ফল প্রকাশের সময় দলীয় কার্যালয়ে বসানোর জন্য টিভি কিনে আনতে বলেছিলেন। পার্টি অফিসে বসে ফল প্রকাশে নজর রাখতেই ওই টিভি চেয়েছিলেন তিনি। করিমপুরের একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে ৩২ ইঞ্চির এলসিডি টিভি কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে জয়প্রকাশ মজুমদারের ( Jay Prakash ) বিরুদ্ধে। ২০১৯-এ করিমপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন জয়প্রকাশ। সেই সময়ই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।। পরে পরাজয়ের পর টিভি নিয়ে কলকাতায় চলে যান জয়প্রকাশ মজুমদার ও তাঁর ছেলে যশ মজুমদার। কিন্তু সেই টিভির টাকা আর দেওয়া হয়নি বলে জানান জনৈক বেক্তি।
সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পরও জয়প্রকাশের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ জানান তিনি। তাঁর দাবি, দলীয় কর্মসূচি সহ একাধিক কাজে বারবার করিমপুর আসা সত্ত্বেও টাকা দেননি জয়প্রকাশ। বিজেপি কর্মীর আরও অভিযোগ, করিমপুর ছেড়ে যাওয়ার সময় তিনি তাঁর ঘরের ও অস্থায়ী কার্যালয়ের সমস্ত মালপত্র নিয়ে যান জয়প্রকাশ মজুমদার ( Jay Prakash ) । এরপর ওই মধ্যস্থতাকারী তাঁকে বারবার ফোন করে টাকা চেয়েছেন বলে দাবি। বিভিন্নভাবে বকেয়া টাকা দাবি করেন তিনি। এমনকি বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বের কাছে লিখিতভাবে টাকার বিষয়টি জানাতেও বাধ্য হন মৃগেন বিশ্বাস। এই ঘটনার পর জয়প্রকাশ মজুমদার বারবার তাঁকে আশ্বস্ত করলেও এখনও পর্যন্ত তিনি সেই টাকা পরিশোধ করেননি। মৃগেন বাবু জানিয়েছেন, রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষকে ও পরে অমিতাভ চক্রবর্তীকে লিখিত আকারে পুরো বিষয়টি জানিয়েছিলেন।
আরো পড়ুন Uttarakhand Polls: আবার সরকার গড়বে বিজেপি? নাকি এইবার ক্ষমতা দখল কংগ্রেসের!
সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার( Jay Prakash ) । প্রাক্তন বিজেপি নেতার দলবদলকে কেন্দ্র করে তোলপাড় রাজনীতিক মহল। কিন্তু, এই দলবদলের চিন্তায় পতিত করিমপুরের এক ব্যবসায়ীর। প্রসঙ্গত জনৈক ব্যবসায়ীর কাছ থেকেই টিভি কিনেছিলেন জয়প্রকাশ।এক বিজেপি কর্মীর মধ্যস্থতায়। তিন বছর তিনেক গেলেও সেই টিভির টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ মৃগেন বিশ্বাস নামে ওই বিজেপি কর্মীর। তাঁর দাবি, এই কয়েক বছরে বঙ্গ বিজেপির শীর্ষস্তরের নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়। তাতেও কাজ হয়নি। এমনকি জয়প্রকাশকে বারবার ফোন করা সত্ত্বেও পাওয়া যায়নি টাকা। সম্প্রতি শাসক দলে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তাঁর টাকা ফেরৎ দেওয়ার বিষয়টি এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। তাই জয়প্রকাশ মজুমদারে দলবদলে জেরে চিন্তায় পড়ে গেছেন জনৈক বেক্তি।