বন্ধ রাস্তাঘাট টু ইন্টারনেট! পবিত্র ঈদে সাম্প্রদায়িক হিংসায় রণক্ষেত্রে পরিণত রাজস্থান

মঙ্গলে অমঙ্গল! শুভ ঈদের দিনে রণক্ষেত্রে পরিণত হল রাজস্থানের যোধপুর(Jodhpur)। সোমবার রাত থেকেই রোপণ হয়েছিল সাম্প্রদায়িক হিংসার(Communal Violence) বীজ। দুই সম্প্রদায়ের বচসা, মারামারির জেরে আপাতত ভয়ঙ্কর অবস্থা রাজস্থানের ওই পর্যটক বহুল এলাকায়। সোমবার রাত থেকে হিংসার দানা বাঁধতে শুরু করে ওই রাজ্য। ইতিমধ্যে, সরকার তরফে একাধিক ব্যবস্থাপনা করা হয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) এই সাম্প্রদায়িক হিংসা বাঁধ টানতে সকল রাজনৈতিক দলের উদ্দেশে একতার বার্তা দিয়েছেন। তাঁর মতে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনও প্রকার সাম্প্রদায়িক ইঙ্গিতবাহী বার্তা বাজে রূপ নিতে পারে।

এছাড়াও, রাজস্থান সরকারের উদ্দ্যোগে উদয় মন্দির, নাগোরী গেট. প্রতাপ নগর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জারি হয়েছে কার্ফু। রাজ্য পুলিশ দ্বারা প্রতি মুহূ্র্ত চলছে টহলদারি। উত্তেজনা সম্পন্ন এলাকাগুলিতেও মোতায়েন করা হয়েছে পুলিশি নিরাপত্তা। পবিত্র ঈদের সময়ে হিংসা এড়াতে সোশ্যাল মিডিয়াকেও ছাড় দেয়নি রাজস্থান সরকার। ভুয়ো খবর, সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্টে স্থগিতাদেশ লাগাতে ওই রাজ্য অস্থায়ী ভাবে বন্ধ হয়েছে ইন্টারনেট।

jodhpur clash

উল্লেখ্য, গতরাত থেকে শুরু হওয়া এই হিংসায় কিছুটা বাঁধ এনেছে রাজস্থান পুলিশ। এদিন মরু রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর রাজ্যবাসীদের উদ্দেশে বলেন, “এই সাম্প্রদায়িক হিংসার পর সকলের উচিত শান্তি বজায় রাখা উচিত। হিংসায় বাঁধ টানতে নিজেদের সাম্প্রদায়িক মেলবন্ধনকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।”

আরও পড়ুন….পুলিশ একেবারেই অসফল! গত ৪ বছরে নাকি বহুগুন বেড়েছে চুরি-ছিনতাই

আরও পড়ুন….ঘর আলো রণবীর-আলিয়ার ! বিয়ের দু’সপ্তাহের মাথায় সুখবর কাপুর পরিবারে

প্রসঙ্গত, সোমবার রাত ১১.৩০ নাগাদ দুই ভিন্ন সম্প্রদায়ের দলের মধ্যে বচসা বাঁধে। একে অপরের বিরুদ্ধে ধর্মীয় পতাকা উঁচিয়ে মারমুখি হয়ে পড়ে তারা। বিন্দু বিন্দুতে সিন্ধু! একটা বচসা রূপ নেয় সাম্প্রদায়িক হিংসার পবিত্র ঈদের আগের রাতেই সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসা। অভিযোগ হয় পাথর, ধর্মীয় পতাকা কাঁধে মারমুখি হয়ে পড়ে দুই দল। দাঙ্গা থামাতে মোতায়েন করা হয় রাজ্য পুলিশ। দাঙ্গাকারীদের তাড়াতে কাঁদুনে গ্যাস ও লাঠি চার্জ করে রাজস্থান পুলিশ। পাথরের আঘাতে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। বিগত কয়েক মাস ধরে বারংবার সাম্প্রদায়িকতার শিকার দেশের বিভিন্ন রাজ্য। এই মারণ রোগ ধীরে ধীরে ধারণ করছে মহামারির আকার। যার ফলাফল আজকের রাজস্থান কিংবা কিছু সপ্তাহ আগে ঘটা দিল্লি, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্য।




Leave a Reply

Back to top button