Karnataka Hijab Row : “মুসলিম মহিলাদের কোণঠাসা করা হচ্ছে”, হিজাব বিতর্কে কেন্দ্রকে হুশিয়ারি মালালার

প্রত্যুষা সরকার, কলকাতা: ভোটের বাজারে দেশ জুড়ে ছড়িয়েছে অন্যরকম দ্বেষ। প্রথমে কর্ণাটকের এক কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব ( Karnataka Hijab Row ) পরা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আর সেই বিতর্কের হাত ধরেই এখন দ্বেষের আগুনে জ্বলছে গোটা দেশ। কর্ণাটকের ( Karnataka Hijab Row ) কলেজগুলিতে প্রতিদিনই বিক্ষোভ-আন্দোলন চলছে। তা সামলাতেই রীতিমতো হিমশিম খাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। হিজাব বিতর্কে এখন আর শুধু কর্ণাটকের কয়েকটি কলেজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। তা এখন ছড়িয়ে পড়েছে ভিন রাজ্যও। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
Karnataka Hijab Row : বিতর্কের সূত্রপাত
স্কুলে কী হিজাব ( Karnataka Hijab Row ) পরে আসা যায়? এই নিয়েই কর্ণাটকে শুরু হয়েছে বাকবিতণ্ডা। কর্ণাটকের উদুপির একটি কলেজে হিজাব পরে যাওয়া একটি পড়ুয়াকে ক্লাস করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। কিছু হিন্দুত্ববাদী সংগঠন হিজাব বাতিলের দাবিতে আন্দোলন শুরু করার পরই শুরু হয় ব্যাপক গোলমাল। এবং সৃষ্টি হয় এই হিজাব বিতর্কের।
Karnataka Hijab Row : বিস্ফোরক মালালা
এবার হিজাব বিতর্কে মুখ খুললেন স্বয়ং নোবেলজয়ী মালালা ইউসুফজাই। দক্ষিণ রাজ্যে সৃষ্টি হওয়া এই বিতর্কে অসন্তোষ প্রকাশ করেই টুইট করেছেন তিনি। সেখানে তিনি বলেন, হিজাব ( Karnataka Hijab Row ) পরে মেয়েদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা ভয়ঙ্কর ঘটনা। পাশাপাশি, কেন্দ্রকেও কথা শোনাতে পিছপা হয়নি মালালা। তিনি বলেন, মুসলিম মহিলাদের কোণঠাসা করার চেষ্টা এবার বন্ধ করুন আপনারা। এর আগেও ইউসুফজাইকে কৃষি আইন নিয়ে কৃষকদের সমর্থনে মোদি সরকারের কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে সফল হতে দেখা যায়।
আরও পড়ুন…. ২৫ বছরের বাচ্চা ! মনপ্রীতের rare diseases-এ থমকে গিয়েছে তার শারীরিক বৃদ্ধি
আরও পড়ুন… Raj Chakrabarty : ধামাকা এবার দ্বিগুণ, একই বছরে মুক্তি ‘ হাবজি গাবজি’ এবং ‘ধর্ম যুদ্ধ’-র
Karnataka Hijab Row : বিতর্কের আগুন দেশ জুড়ে
দাবানলের মত গোটা রাজ্যের কলেজে কলেজে ছড়িয়ে পড়ছে হিজাব বিতর্কের আগুন। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে গিয়েছে যে, শেষমেশ গোটা বিতর্কের জল গড়িয়ে যায় কর্ণাটক হাইকোর্ট পর্যন্ত। হিজাব কেন পরতে দেওয়া হবে না, তা নিয়েই হাইকোর্টে প্রতিবাদী মামলা দায়ের করেছে মুসলিম পড়ুয়ারা। বুধবার এই মামলার শুনানি ছিল। মামলাটি আপাতত বৃহত্তর বেঞ্চে স্থানান্তর করা হয়েছে। তবে, এদিন শুনানিতে কলেজের সামনে যে কোন রকম আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে আদালতে তরফ থেকে।
Karnataka Hijab Row : বন্ধ থাকবে স্কুল-কলেজ
হিজাব ( Hijab ) বিতর্কে কর্নাটকের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ। পরিস্থিতি সামাল দিতেই দেবাঙ্গির, শিমোগা, বাগল কোর্টের মত উত্তেজনা প্রধান জায়গাগুলিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই বিতর্কে রাজ্যে জুড়ে উত্তেজনার জেরে, তিন দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই।