কে চন্দ্রশেখর রাও – এর সাথে সাথে সাক্ষাত প্রশান্ত কিশোরের, তবে কি সর্বভারতীয় বিজেপি বিরোধী হবেন মুখ কে.সি.আর?

২০২১- এর বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এনে দেওয়ার পর রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর এবার দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ( KCR ) – এর সাথে। যদিও আসন্ন নির্বাচনের জন্য আইপ্যাকের সাথে টি. আর. এস- এর এখনও কোনো চুক্তি হয়নি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন আগামী নির্বাচনের আগে এই সাক্ষাতের গুরুত্ব অপরসীম। শোনা যাচ্ছে, টি. আর. এস সুপ্রিমো বিজেপিকে রুখতে এক মহাজোটের পরিকল্পনা করছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে তিনি নিজের পাশে পাবেন বলে পরিকল্পনা করছেন। প্রশান্ত কিশোরের নির্বাচনী ( KCR ) কৌশল প্রণালীর দক্ষতা যে কত গভীর, ত আগেই প্রমাণ পেয়েছে ভারতবর্ষের মানুষ।
আরও পড়ুন: বিজেপির অন্দরেই শেয়ানে-শেয়ানে লড়াই, সুকান্তর ডাকা ধর্মঘট প্রত্যাহারের আবেদন শুভেন্দুর মুখে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কষা অঙ্কের নিরিখেই তারা জিতে সরকার গঠন করে । এখনও পর্যন্ত এ বিষয়ে অবশ্য কোনো দলীয় বিবৃতি দেয়নি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। শোনা যাচ্ছে, প্রশান্ত কিশোর এবং কে. সি. আর ( KCR ) দুজনেই বিজেপির সর্বভারতীয় উত্থান কিছু হলেও রোধ করতে চায়। এমনকি পরের বছর ডিসেম্বরে বিধানসভা নির্বাচন খাতায় কলমে শুরু হওয়ার আগেই বিজেপির রাশ টেনে ধরতে চান কে .সি .আর।
এদিকে সর্বভারতীয় অভিনেতা সিংঘাম খ্যাত প্রকাশ রাজ পেতে চলেছেন টি.আর.এস- এ এক গুরুটপূর্ণ পদ পেতে চলেছেন।
আরও পড়ুন:রাজ্য রাজনীতির উত্তেজনায় বলি সাধারণের, লোকাল ট্রেন আটকে সপ্তাহের প্রথমদিনই বিপদে ফেলল বিজেপি
কিন্তু কে. সি. আর- এর এই ভাবনা কতটা সফল হবে ত নিয়ে ধোঁয়াশা আছে। কারণ কয়েকদিন আগে থেকেই প্রশান্ত কিশোর – এর আইপ্যাক এবং তৃণমূলের মধ্যে টানাপোড়েনের কথা উঠে এসেছে সংবাদমাধ্যমে। এমনকি যে অভিষেক বন্দ্যোপধ্যায় আইপ্যাককে নিয়ে এসেছিলেন তার সাথেও তার দলের দূরত্ব বেড়েছে অনেকটাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অসম, গোয়া প্রভৃতি রাজ্যে নিজের ঘাঁটি মজবুত করার চেষ্টা করছেন এবং বিজেপি বিরোধী হিসেবে সর্বদলীয় নেতা হওয়ার পরিকল্পনা করছেন, সেতাবস্থায় কি কে.সি.আর ( KCR ) -কে একচুল জমিও ছাড়বেন না মমতা। অবশ্য কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে এসে রাজ্যে গিয়ে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় বিজেপি বিরোধী মুখ্য হওয়ার দৌড়ে এখন আছেন অনেকজনই, কিন্তু শেষ পর্যন্ত কে হবে ২০২৪- এ মোদি বিরোধী মুখ? ।