দু’দিন ধরে আটকে পাহাড়ে খাঁজে, Indian Army-র তৎপরতায় ফিরল প্রাণ

বর্তমানে পর্বত আরোহণ বেশ কয়েক সংখ্যক মানুষের জীবনে হয়ে উঠেছে একটা নেশা। বছরের নানা সময়ে নানা পাহাড়-পর্বতের গা বেয়ে চুড়া ছোঁয়ার লক্ষ্যে উপরের দিকে উঠতে দেখা যায় বহু পর্বত আরোহীদের। কিন্তু এই নেশা কিংবা পেশা অনেক সময়ই সেই সব পর্বতারোহীদের জীবনে ডেকে আনে অন্ধকার। এদিন এমন ঘটনার শিকার ( Indian Army ) কেরলের এক যুবক। পাহাড়ের এক খাঁজে আটকে থাকতে হয় দু’দিন।

ঘটনার সূত্রপাত সোমবার বিকালে। আটকে পড়া যুবকের নাম বাবু। সোমবার বিকালে সে ও তাঁর দুই বন্ধু চেরাদ পাহাড়ের অন্যতম খাড়া অংশ কুরুম্বুচি পাহাড়ে ওঠার চেষ্টা করে। পরে তাঁর দুই বন্ধু হাল ছেড়ে দিলেও সেই যুবক কিন্তু নিজের লক্ষ্যভ্রষ্ট হয়নি। সে অনবরত কঠিন পরিশ্রমের দ্বারা অবশেষে উঠে পড়ে পাহাড়ের চুড়ায়। নিজের একটি সেলফি নেয়। আর ঠিক তার পরেই ঘটে বিপদ।

পাহাড়ের চুড়াকে পাখির চোখ করে উঠে পড়লেও সেই আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি সে। দুর্ভাগ্যবশত তাঁর পা পিছলে গেলেও প্রাণটা বেঁচে যায়। তবে সে আটকে যায় মাঝপাহাড়ে একটি খাঁজে। পাহাড় থেকে পড়ায় হাত-পা বেশ আঘাত প্রাপ্ত হয়। গোটা শরীরে তীব্র ব্যাথা নিয়ে পাহাড়ের এক প্রতিকূল জায়গায় আটকে পড়ে মহাবিপদের সম্মুখীন হয় বাবু।

আরও পড়ুন…KFCও শেষে ক্ষমা চাইল, ভুল নাকি ইচ্ছাকৃত

সেই থেকে বনকর্মী, দমকলকর্মী এবং স্থানীয় ত্রাণকর্মীদের দ্বারা তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হতে থাকে। যুবকের পাহাড়ের খাঁজে আটকে যাওয়ার খবর পেয়ে সোমবার রাত থেকেই পুলিশ পাহাড়ের নীচে লন্ঠন নিয়ে পাহারা দিতে শুরু করে। ( Indian Army ) উদ্ধারকারীদের একটি দল পাহাড়ের চুড়ায় গিয়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও তাও অবশেষে ব্যর্থ হয়। মূলত হাত-পায়ে আঘাত পাওয়ার কারণেই একপ্রকার অক্ষম হয়ে পড়ে ওই যুবক। তবে হাজারও ব্যর্থতার মধ্যে দিয়েই আগমন হয় সফলতার। টানা দু’দিনের কঠিন পরিশ্রমের পর অবশেষে ভারতীয় সেনার তৎপরতায় উদ্ধার হয় ওই যুবক।

প্রাণ ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে সেই যুবক। আনন্দে বিহ্বল হয়ে জড়িয়ে ধরে জওয়ানদের। চুড়া থেকে পড়ে রীতিমতো আঘাত প্রাপ্ত হওয়ায় ইতিমধ্যে সেই যুবক পাঠানো হয়েছে হাসপাতালে। আপাতত সে চিকিৎসারত। আবারও ( Indian Army ) সেনার তৎপরতায় প্রাণ ফিরে পেল আরও এক।




Leave a Reply

Back to top button