৮২ টাকায় মিলছে পেট্রোল! জেনে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের দাম

দেশ জুড়ে এখন ভোটের মরসুম, এই পরিস্থিতিতে গত বছরের তুলনায় খানিক নীচের দিকে পেট্রোল-ডিজেলের দাম। তবে কতদিন? –এই নিয়ে রয়েছে বেশ সংশয়। রাজনৈতিকবিদদের মতে, নির্বাচন মিটতেই হু হু করে বাড়বে ( Petrol-Diesel Price ) পেট্রোল-ডিজেলের দাম। করোনা মহামারির শুরু বছর থেকেই দেশ জুড়ে বাড়তে শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের দাম। প্রথমদিকে সরকার শুল্ক আয়ের উদ্দেশ্যে হু হু করে দাম বাড়ায়, কিন্তু পরে পরিস্থিতি আরও বিপদজনক হয়ে ওঠে। বিশ্ব বাজারে হটাৎই বাড়তে থাকে অপরিশধিত তেলের দাম। এমতাবস্থায়, বিশ্ব বাজার আর কেন্দ্র সরকারের প্রকোপে চিড়ে চ্যাপ্টা হয়ে যায় সাধারণ মানুষ।
তেলের সেঞ্চুরি দেখে জনগণ। জেনে নিন আপনার শহরে তেলের দাম-
রাজধানীতে পেট্রোল-ডিজেল
এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম তুলনামূলক সস্তা। দিল্লিতে ( Petrol-Diesel Price ) পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা। পেট্রোলের পাশাপাশি এদিন রাজধানীতে ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা।
কী বলছে তিলোত্তমা?
দিল্লির তুলনায় কলকাতায় তেলের দামে দেখা গিয়েছে ঊর্ধ্বমুখী প্রবাহ। এদিন দিল্লিতে তেলের দাম অনেকটা কম থাকলেও কলকাতা পেট্রোল সেঞ্চুরি পার। বর্তমানে কলকাতা পেট্রোল দাম ১০৪.৬৭ টাকা। পাশাপাশি, ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।
বাণিজ্যনগরীতে পেট্রোল-ডিজেল
দেশের অন্য শহরগুলির তুলনায় যে কোনও জিনিসের দাম মুম্বাইতে বেশি। পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও ( Petrol-Diesel Price ) এই নিয়ম-নীতি হয়নি ভঙ্গ। এদিন মুম্বাই শহরে পেট্রোলের দাম ১০৯.৯৮ টাকা। পাশাপাশি, ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৯৪.১৪ টাকা।
চেন্নাইতে পেট্রোল-ডিজেল
দক্ষিণের এই শহরে পেট্রোলের দাম ১০১.৪০ টাকা। এই শহরে ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।
সবচেয়ে সস্তা পেট্রোল
যখন গোটা দেশের জনগণ পেট্রোল-ডিজেলের দাম ( Petrol-Diesel Price ) নিয়ে ত্রাহি ত্রাহি। এমতাবস্থায়, দেশের একটি স্থানেই পেট্রোল-ডিজেলের দাম খানিক নীচের দিকে। গোটা দেশের মধ্যে আন্দামানের পোর্টব্লেয়ারে পেট্রোল মিলছে সবচেয়ে সস্তা। এখানে পেট্রোল দাম শনিবার সবচেয়ে সস্তা ৮২.৯৬ টাকা। এই শহরে প্রতি লিটার ডিজেলের দাম ৭৭.১৩ টাকা।
দেশের কোন কোন শহরে পেট্রোপণ্য ছাড়িয়েছে সেঞ্চুরি?
বর্তমানে দেশের একাধিক শহরে ( Petrol-Diesel Price ) পেট্রোলের দাম ১০০-এর উপরে। সেই তালিকায় রয়েছে কলকাতা, চেন্নাই, মুম্বইয়ের মতো মেট্রো শহরের নাম ছাড়াও রয়েছে ভোপাল, জয়পুর, পাটনা, ব্যাঙ্গালুরুর মতো শহরও। অন্যদিকে দিল্লি-সহ উত্তরপ্রদেশের একাধিক শহরে এখনও পেট্রলের দাম রয়েছে ১০০ টাকার কম।