ভাস্কর্যে জায়গা পেতে চলেছেন ভাইরাল বাদাম কাকু, কলকাতার বুকে বসবে ভুবন বাদ্যকরের মূর্তি

ভাইরাল হবার পর থেকেই সৌভাগ্যের শুভারম্ভ হয়েছে ভাইরাল বাদামকাকুর ( Kacha Badam )। একথা নতুন করে বলার কিছু নেই। মাত্র একটা গানেই বাজিমাত। ছেলে থেকে বুড়ো সকলের মুখে মুখেই একটাই গান ‘কাঁচা বাদাম’। তারকা থেকে আমজনতা সকলেই সাদরে গ্রহণ করেছেন এই গান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমান তালে বাজছে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম ( Bhuban Badyakar ) । এবার ভাইরাল বাদাম কাকুর ( Kacha Badam ) মূর্তি গড়ে তাক লাগালেন শিল্পী পরিমল পাল। হাঁ অবাক হচ্ছেন তো! এটাই সত্যিই। কলকাতার বুকে এবার কুমোরটুলিতে শিল্পী পরিমলের হাতে মাটির মূর্তিতে প্রাণ পেল ভাইরাল বাদাম কাকু।

আরও পড়ুন…………মানবিক ফেডেরার, ইউক্রেনে আক্রান্ত শিশুদের জন্য দান করলেন ৫ লক্ষ

জানা গেছে পাঁচ দিনের চেষ্টায় এই মূর্তি বানিয়েছেন শিল্পী পরিমল পাল। দোলের দিন ঢাকেশ্বরী মন্দিরের কাছেই পুজো মণ্ডপে স্থান পেতে পারে এই মূর্তি। যখন থেকেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে বাদাম কাকুর মূর্তি গড়তে চলেছে, তখন থেকেই আবারই শীর্ষে আছেন এই মানুষটি। কয়েক মাস হয়ে গেল ‘কাঁচা বাদাম’ ভাইরাল হয়েছে তাও এখনও জনপ্রিয়তা ও ভাইরালের শীর্ষে আছে এই গানটি। পরিমল পালের বানানো মূর্তিটির সাথে বাদাম কাকুর এতই মিল যে প্রথম দেখাতেই মূর্তি ও মানুষের মধ্যে পার্থক্য নিরুপন করা কঠিন হয়ে পড়বে।

 Kacha Badam

আরও পড়ুন………কাশ্মীরি পণ্ডিতদের জন্য একটি বাক্যও স্বীকার করলেন না, অনুরাগীদের ক্ষোভ প্রকাশ অমিতাভের টুইট ঘিরে

রানু থেকে সহদেব সকলকে ছাড়িয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছে ভাইরাল বাদাম কাকু ( Kacha Badam )। তাকে টেক্কা দেওয়ার মত উপযুক্ত কেউ এখনও আসেনি। শুধু মূর্তিতেই স্থান পাননি তিনি। সঙ্গে পেয়েছেন বহু সম্মাননা। এছাড়াও সম্প্রতি অনেকগুলো বড় বড় মিউজিক কোম্পানির সাথে তিনি চুক্তি সেরেছেন। জানা গেছে তিনি ইতিমধ্যেই অনেকগুলো গানের রেকর্ডিং শেষও করে ফেলেছেন। বেশ কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি জানান তিনি নাকি আর কখনও বাদাম বিক্রি করবেন না। এবার থেকে গান গেয়েই উপার্জন করার সিদ্ধান্ত নিয়েছেন এই ভাইরাল কাকু। তার এই বক্তব্যের জন্য অনেকেই তাকে গালমন্দ করেছেন। তবে এসবে তিনি কর্ণপাত করেননি। সম্প্রতি তিনি টলিউড শিল্পিদের সাথেও গানের প্রোগ্রাম করেন। শীঘ্রই সাতে চলেছে তার নতুন গানের কালেকশন।




Leave a Reply

Back to top button