Lata Mangeshkar : কেঁদে ফেলেছিলেন সুরসম্রাজ্ঞী, জেনে নিন তার কিছু কালজয়ী গানের ইতিহাস

রিমা শিয়ালী, কলকাতা : ফের হলো নক্ষত্র পতন(fall of star)। গতকাল গোটা দেশ যখন বাগদেবী বন্দনারত, ঠিক সেই আবহেই নক্ষত্রদের দেশে পাড়ি দিলেন ভারতের কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর( Lata Mangeshkar )।প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই শিল্পী। লতা মঙ্গেশকর ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী। নিজের সুরেলা কন্ঠেই সমগ্র বিশ্বের মন জয় করেছেন তিনি। তার কণ্ঠস্বর ছিল ঐশ্বরিক (Divine)। তার কণ্ঠের পরিসীমা(Range)ও ছিল ব্যাপক। পরপর সাত যুগ ধরে সঙ্গীতপ্রেমীদের অসাধারণ সব গান উপহার করেছেন এই কালজয়ী শিল্পী। ফলে তার মৃত্যু কেবল একটি নয়, ঘটিয়েছে বহু যুগের অবসান। নিচে রইল ভারতের নাইটিঙ্গেল এর বিখ্যাত কিছু গান(latest song) ও গানের সময় ঘটা কিছু কালজয়ী ইতিহাস, যা সঙ্গীতপ্রেমীদের হৃদয়ের চির অমর হয়ে থাকবে।

Lata Mangeshkar song- Ae Dil-E Naadan – Razia Sultan

বিখ্যাত সুরকার মহাম্মদ জাহুর খৈয়াম ‘উমরাও জান’ ছবির বেশির ভাগ গান পরিবেশনের জন্য আশা ভোঁসলেকে বেছে নিলেও ‘অ্যা দিল এ নাদান’ গানটির জন্য মঙ্গেশকর বোনদের মধ্যে সবচেয়ে বড় বোনকে বেছে নিয়েছিলেন। লতার সুরময় কণ্ঠ গানটিকে ১৯৮০-র দশকের অন্যতম সেরা করে তোলে, যা আজও কানে বাজে।

Lata Mangeshkar song – Raina Beeti Jaye- Amar Prem

লতার এই গানটি এতই মধুর যে গানটি বারংবার আপনার হৃদয়কে আবদ্ধ করবে এবং একাধিকবার আপনাকে এই গানটি শুনতে বাধ্য করবে। গানটিতে টলি এবং খামাজ রাগ লতার কন্ঠে দুর্দান্তভাবে ফুটে উঠেছে।

Lata Mangeshkar

Lata Mangeshkar song – Aaj Phir Jeene Ki Tamanna- Guide

‘ গাইড’ ছবির সেই বিখ্যাত গান ‘আজ ফির জিনে কি তামান্না’, যা আজও নাড়িয়ে দিয়ে যায়।সমস্যা সমাধানের চেস্টায় আটকে পড়া এক ভারিতীয় নাড়ির জীবনকে তুলে ধরা হয়েছিল এই গানে। এই গানটির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিলেন।

Lata Mangeshkar song – Tujhe Dekha Toh Yeh Jana- Dil wale dulhaniya le jayenge

শাহরুখ- কাজলের অনস্ক্রিন কেমিস্ট্রি ‘তুজে দেখা’। আজও বেজে ওঠে তার গলা। লতা মঙ্গেশকর এবং কুমার শানুর গাওয়া এই গানটি রাতারাতি সারা ভারতবাসীর ‘লাভ অ্যানথেম’ হিসেবে পরিচিতি পায়।

Lata Mangeshkar song – Ae Mere Watan Ke Logon- (album)

ভারতীয় সৈনিকদের বীরত্ব এবং আত্মত্যাগের কথা চিত্রিত হয়েছিল এই গানে। ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসে এই গানটির উপর লতার পারফরম্যান্স নয়াদিল্লির জাতীয় স্টেডিয়ামে উপস্থিত সকল জনতাকে কাঁদিয়েছিল, ঠিক যেমন করে আজ তার চলে যাওয়া কাঁদাচ্ছে।

Lata Mangeshkar song – Kabhi Kushi Kabhi Gum

সত্যিই জীবনে তো ‘কাভি খুশি কাভি গাম’ই আছে। এই গানটি পাথর হৃদয় ব্যক্তিকেও কাঁদিয়ে দিতে পারে। প্রতিটি সংগীত প্রেমির ঠোঁটে আজও শোনা যায় এই সংগীতের সুর আর লতার গলার এই তিক্ষন কিন্তু ক্ষিন আওয়াজ।

Lata Mangeshkar song – Lag Ja Gale- Woh Kaun Thi

ভারতীয় সঙ্গীত জগতে এর চেয়ে সুপরিচিত গান আর দুটো নেই। ১৯৬৪ সালের ছবি ‘ওহ কন থি’ এর জন্য মদনমোহন এই সঙ্গীতটি লিখেছিলেন। তারপর লতাজীর কন্ঠদান। পরবর্তিতে চেষ্টা হয়েছে ঢেড় কিন্তু সবই যেন সারমর্ম শূন্য। আসলে লতা এক এবং অদ্বিতীয়।

 




Leave a Reply

Back to top button