জীবনসঙ্গী মিলবে এবার বিমানবন্দরে ! কোথায় মিলছে এমন সুবিধা
এ কোনো ফোনের ওয়েবসাইটে দেখা অনলাইনে নিজের পছন্দের মানুষকে বাঁচা নয়। বরং চোখের সামনে দেখা একটি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট।

এ কোনো ফোনের ওয়েবসাইটে দেখা অনলাইনে নিজের পছন্দের মানুষকে বাঁচা নয়। বরং চোখের সামনে দেখা একটি ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট।
যা দেখে রীতিমতো হতবাক এক মহিলা। এমনই সুবিধা মিলছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে নেই কোনো ওষুধের দোকান কিংবা কনভেনিয়েন্স স্টোর। আমরা সকলেই জানি যে, কোনো বিমানবন্দরের মধ্যে মূলত অনেক ধরনের জিনিস সহ নানান প্রয়োজনীয় জিনিস থাকে কিন্তু এই বিমানবন্দরে ঠিক তার উল্টোটা।
এই ধরনের আস্ত ম্যাট্রিমনিয়াল সাইট বিমানবন্দরেও হতে পারে দেখে হতবাক একজন মহিলা।যার নাম ‘এলিট ম্যাট্রিমনি’। এই অবাক করা কান্ডটি ওই মহিলা তুলে ধরেছেনএক্স (পূর্বে ট্যুইটার) প্ল্যাটফর্মে। সাথে তিনি এই ম্যাট্রিমনিয়াল সাইটের ছবিও পোস্ট করেছেন সেখানে।
তিনি জানান যে, ওই ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট মূলত ধনী গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে।ছবিটি পোস্ট করে এক্স ব্যবহারকারী ওই মহিলা লিখেছেন, “মা বিমানবন্দরে কোনও জরুরিকালীন পরিস্থিতি উপস্থিত হলেও একটি ফার্মেসি অথবা একটি কনভেনিয়েন্স স্টোর পাওয়া যাবে না। অথচ দেখুন আমি কী পেলাম!” এলিট ম্যাট্রিমনিতে প্যাকেজ শুরু হচ্ছে দেড় লক্ষ টাকা থেকে। আর সেই প্যাকেজ উঠতে পারে ৩ লক্ষ টাকায়।