এবারের পুজোয় এক্সট্রা সুখ সুরাপ্রেমীদের! সারারাত খোলা থাকছে মদের দোকান
পুজোর খাওয়া দাওয়ার সাথে এবার দেদার বিক্রি হবে মদ। সরকারের সিদ্ধান্তে হইচই পড়ল সমাজে।

পূর্বাশা, হুগলি: আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই ঢাকে পড়বে কাঠি আর বাংলা জুড়ে উৎসবে মাতবে মানুষ। পুজোর দিনগুলোতে খাওয়া দাওয়ার রেশ যেমন বাড়ে তেমনই মদের দোকানের লাইনও থাকে চোখে পড়ার মতো। কারণ কিছু মানুষের কাছে পুজোর সেলিব্রেশন মানেই মদ্যপান। আর সেই সেই সমস্ত সুরাপ্রেমীদের জন্য এল খুশির খবর। সরকারের তরফে ঘোষণা করা হল, পুজোর সময় সারারাত খোলা থাকছে মদের দোকান।
সম্প্রতি গোয়া সরকারের তরফে পুজোর স্পেশাল অফার দেওয়া হল সুরাপ্রেমীদের জন্য। কিছু বিশেষ
মদের দোকান খোলা থাকছে দিন-রাত। অর্থাৎ মধ্যরাতে তরলের কথা মনে পড়লে আর বাধ সাধবে না নিয়ম কানুন। প্রতিবছর গোয়ায় ভিড় জমে অসংখ্য মানুষের। তার মধ্যে যুবক-যুবতীর সংখ্যাই বেশি। বাঙালিদের মধ্যেও ‘গোয়া প্রেম’ কিছু কম নেই। ফলে পুজোর সময় ভিড়ের কথা চিন্তা করেই এহেন অনুমতি দিল সরকার।
স্বাভাবিকভাবেই এই খবরে খুশি হয়েছেন দেশের সুরাপ্রেমীরা। পুজোর সময় বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার একস্ট্রা অ্যাডভান্টেজের রূপক হিসেবে এই সিদ্ধান্তকে মনে করছেন তাঁরা। অন্যদিকে, গোয়া সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিদ্বজ্জনেরা।