নির্বাচনের শেষ আবহে বাড়ল গ্যাসের দাম, ফের চিন্তার দিন সাধারণের

করোনা মহামারির ঢেউ দেশে আছড়ে পড়ার পর থেকেই যেন এই কয়েক বছরে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দাম। নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দেশ জুড়ে এই মূল্যবৃদ্ধির ( LPG Price Hike ) জেরে রীতিমতো ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। করোনা মহামারির শুরু থেকেই দেশ জুড়ে লাগাতর দাম বৃদ্ধি পেয়েছে পেট্রোল-ডিজেলের। যার জেরে একেবারে জ্বালানির জ্বালায় জ্বলে দগ্ধ সাধারণ মানুষ। আর শুধুই যে পেট্রোল-ডিজেল এমনটা মোটেই নয়। পেট্রোল-ডিজেলের সঙ্গে পায়ে পা মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে গ্যাস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।
উল্লেখ্য, ফের একবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেল ( LPG Price Hike ) বাণিজ্যিক গ্যাসের দাম। ১লা মার্চ থেকেই এলপিজি সিলিন্ডার প্রতি বাড়তে চলেছে ১০৫ টাকা। পাঁচ রাজ্যে নির্বাচন প্রায় শেষের দিকে। আর এই আন্দাজটা মানুষ আগেই করে ফেলেছিল যে, নির্বাচন মিটতেই ফের বৃদ্ধি পেতে চলেছে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম। এখনও নির্বাচন শেষ হয়নি, তবে তার আগেই বেড়ে গেল গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের এহেন দাম বৃদ্ধির জেরে বিশেষভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছেন রেস্তোরাঁর মালিকরা। মূলত, গ্যাসের দামের উপর ভিত্তি করেই নির্ধারিত হয়ে থাকে খাবারের দাম। অর্থাৎ এই পরিস্থিতিতে ( LPG Price Hike ) গ্যাসের দাম বৃদ্ধি পেলে বাড়তে চলেছে রেস্তোরাঁর খাবারের দামও। যার জেরে রীতিমতো সমস্যার মধ্যে পড়তে চলেছে সাধারণ মানুষ। কারণ শহর কেন্দ্রীক এলাকায় এমন বহু মানুষ আছেন যাঁদের দৈনিক জীবন নির্ভর করে হোম ডেলিভারি ও রেস্তোরাঁর খাবারের উপর। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি জেরে সমস্যার মুখোমুখি হতে হবে তাদেরও।
আজ থেকেই ১০৫ টাকা বৃদ্ধি পেতে চলেছে বাণিজ্যিক গ্যাসের দামে। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারগুলি আজ থেকে কলকাতায় ১৯৮৭ টাকার পরিবর্তে ২০৯৫ টাকায় মিলবে। রাজধানীতে এই সিলিন্ডার ১৯০৭ টাকার বদলে ২০১২ টাকায় মিলবে। অন্যদিকে, বাণিজ্যনগরী মুম্বাইয়ে সিলিন্ডারের দাম ১৮৫৭ টাকা থেকে বেড়ে ১৯৬৩ টাকা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এর আগেও গত নভেম্বর মাসে বাড়ানো হয়েছিল ( LPG Price Hike ) গ্যাস সিলিন্ডারের দাম। অক্টোবর ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১৭০ টাকা বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দামে। রাজধানীতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গত বছর অক্টোবর মাসে ১৭৩৬ টাকা ছিল। নভেম্বর পড়তেই দাম বেড়ে পৌঁছে যায় ২০০০ টাকায়। নির্বাচনী কাঁসর বাজতেই দাম একটু কমানো হয়। এরপর নির্বাচনে শেষে ফের দাম বৃদ্ধি করে ২ হাজার টাকার পার গ্যাসের দামে।