Fuchka seller: MA পাশ করেও বিক্রি করতে হচ্ছে ফুচকা, ভাগ্যের পরিহাস নাকি সরকারের ভাঁড়ার খালি

প্রত্যুষা সরকার, কলকাতা: দু’বছর ধরে কোভিড-১৯ করোনা ভাইরাস নামক এক নতুন ভাইরাসের আগমনে আতঙ্কের মধ্যে সকলে। ভাইরাসকে রুখতে তাই চলল লকডাউন। বন্ধ হলো স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসহ দোকান- বাজার সবকিছুই। কাজ হারালেন একাধিক সাধারন মানুষ। দেখা দিল আর্থিক অনটন। নতুন চাকরি পাওয়া তো দূরের কথা নিজের চাকরি টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এমনই এক দুঃখের দিনে পরিবারের পাশে দাঁড়িয়ে এক অভিনব উদ্যোগ নিল কৃষ্ণনগরের এক তরুণী।
Fuchka Seller: সংসার এর পাশে দাঁড়াতে শুরু ব্যাবসা
করোনা পরিস্থিতিতে পরিবারে আর্থিক সহায়তা করতেই এক অভিনব উদ্যোগ কৃষ্ণনগরের শক্তি নগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা-র। বাবা একজন ছোট কাপড় ব্যবসায়ী। তবে লকডাউন এই সব বন্ধ থাকায় ব্যবসা তেমন ভাবে চলছিল না তাঁর। চরম আর্থিক কষ্টে পড়তে হয়েছিল তাঁদের। এরপর এই সংসারে পার্থিক হাল ধরতে বাড়ির সামনে ছোট্ট একটি ফুচকার দোকান সাজিয়ে শিম্পি শুরু করেছেন তাঁর ব্যবসা ( Fuchka Seller )।
আরও পড়ুন-ফের একবার সাত পাকে Madan Mitra, লাখ টাকার পাঞ্জাবি পরে বসলেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতেhttps://thebengalichronicle.com/madan-mitra-claims-to-get-married-for-the-second-time/
আরও পড়ুন-Paray Sikhshalaya: ‘ ক্লাসরুমে করোনা আছে মাঠে নেই ‘, সন্তানদের এই আধুনিক শিক্ষাব্যবস্থায় বিক্ষুব্ধ অভিভাবকhttps://thebengalichronicle.com/paray-sikhshalaya-problems/
Fuchka Seller: তরুনীর শিক্ষা গত যোগ্যতা
শক্তিনগর এর বাসিন্দা ওই তরুণী ব্যবসায়ী শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর। কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তিনি। তুমি ছোটবেলা থেকেই তার ইচ্ছা নিজে কিছু করবে। তাই পড়াশোনার মাঝেও তার ঝোঁক ছিল ব্যবসার দিকে। আর শিম্পি-র সেই ইচ্ছা আরো কিছুটা উসকে দিল লকডাউন। করণা আবহে লকডাউনে যখন বন্ধ চারিদিক,। তখনই তার মাথায় আসে এক অভিনব ব্যবসার প্ল্যান। ব্যবসা করার স্বপ্ন অন্যদিকে সংসারের আর্থিক অনটন মেটাতে ২০২১- র ডিসেম্বর মাস থেকেই তিনি শুরু করেন ফুচকার ব্যবসা ( Fuchka Seller )।
Fuchka Seller: ক্যাফে তৈরির স্বপ্ন
এক সংবাদমাধ্যমে শিম্পি জানান, এই ব্যবসার ( Fuchka Seller ) সাথে তার স্বপ্ন একটি ক্যাফে খোলার। এই ফুচকার ব্যবসা শুরু করার প্রথমে একটু ভয় পেয়েছিলেন তিনি। তবে একবার তার ফুচকা খেয়ে যারা আবার আসেন তাদের দেখেই সাহস পেয়েছেন শিম্পি।