‘বিজেপি কি জোটের নেতাদের ফোন ট্যাপ করার নির্দেশ দিয়েছে?’- বিজেপিকে সরাসরি তোপ এনসিপির

সাল ২০১৯। মুম্বাই ( Maharashtra Politics) নগরী দেখেছিল এক রাজনীতির টুর্নামেন্ট। বিজেপির দেবেন্দ্র ফাডনবিস মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সামনে আসে তাঁর কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। কারন বিপরীতে এনডিএ-এর বহুদিনের সঙ্গী শিবসেনা, কংগ্রেস এবং ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির সাথে জোট করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, মুখ্যমন্ত্রী হন বালা ঠাকড়ের পুত্র উদ্ধব ঠাকরে। এবং তখন থেকেই মহাজোট এবং বিজেপির মধ্যে দেখা গেছে এক ঠাণ্ডা যুদ্ধের লড়াই।
ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি (NCP) গতকাল বিজেপির ( BJP) বিরুদ্ধে তোপ দাগে। এনসিপি অভিযোগ আনে মহাজোটের নেতাদের ফোন ট্যাপ ( Phone Tapping by Bjp) করার জন্যে আইপিএস রশ্মি শুক্লাকে জোড় দেওয়া হচ্ছে। এবং এই কাজ করছে বিজেপি। রাজ্য এনসিপির মুখপাত্র মহেশ তাপসে জানিয়েছেন, ‘২০১৯ এর গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ফোন ট্যাপ করা হচ্ছে’( Maharashtra Politics) ।
প্রসঙ্গত, রাজ্যের গোয়েন্দা বিভাগের প্রধান থাকাকালীন কংগ্রেস নেতা নানা পাটোলে, এনসিপি নেতা একনাথ খাডসে এবং শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ফোন ট্যাপ করেছেন বলেই অভিযোগ শুক্লার বিরুদ্ধে। পুনে এবং মুম্বাই ( Maharashtra Politics) দুই শহরেই য়ই আইপিএস আধিকারিকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন- পোল্যান্ডে ভারতীয়দের জন্য থাকা খাওয়ার ব্যাবস্থা, মানবিক গুজরাটি যুবক
“এখন যেহেতু একটি অপরাধ নথিভুক্ত করা হয়েছে, মহারাষ্ট্রের লোকেরা জানতে চায় কার নির্দেশে এই অবৈধ ট্যাপিং করা হয়েছিল। ট্যাপিং ভারতীয় টেলিগ্রাফ আইনের একটি চরম লঙ্ঘন বলেই বিবেচিত। বিজেপির কেউ কি শুক্লাকে জোটের নেতাদের ফোন ট্যাপ করার নির্দেশ দিয়েছিল?’ – এমন সরাসরি তোপ দেগেছেন এনসিপি মুখপাত্র তাপসে ( Maharashtra Politics)।
আরও পড়ুন- আন্তর্জাতিক ভুবনে ‘কাঁচা বাদাম’ এবার র্যাপ গানের জন্য