Maoist Letter : প্রধান শিক্ষিকাকে মাওবাদীদের হুমকি চিঠি, তীব্র আতঙ্ক পরিবারে

মাওবাদী নামাঙ্কিত খুনের হুমকির চিঠি পেলেন এক শিক্ষিকা। কিন্তু কেন এরকম ধরণের হুমকির চিঠি আসলো তার কাছে? ( Maoist Letter )

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুন্ডুর সাথে। মঙ্গলবার সকালে স্কুলের পোস্ট অফিস মারফত ওই প্রধান শিক্ষিকার নামে আসে এক চিঠি। খাম খুলতেই দেখা যায় চিঠিটি এসেছে মাওবাদী মারফত এক হুমকির চিঠি। ওই চিঠিটিকে লেখা হয়েছে লাল কালিতে। যেখানে উল্লেখ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারী রাত্রি ১.৩০ মিনিটে তোলা ও ঘুষ নেওয়ার জন্য প্রধান শিক্ষিকার গর্দান নেওয়া হবে, ইতি মাওবাদী। চিঠির ভাষা বাংলা ও ইংরেজীতে উভয়েই লেখা।

মাওবাদীদের নাম করে খুনের হুমকি চিঠি পাঠানো হয় সেই প্রধান শিক্ষিকাকে। ওই খামের মধ্যে দুটি কাগজ ছিল। দুটি কাগজেই রাত দেড়টা সময়ের উল্লেখ রয়েছে। সাদা কাগজের উপর লাল কালীতে লেখা এই দুটি কাগজের নিচে ইংরাজিতে লেখা রয়েছে মাওইস্ট। খামের উপরের অংশে প্রেরকের নাম হিসাবে লেখা রয়েছে কিসান মান্ডি। ঠিকানা রয়েছে খড়গপুরের কৌশলা। ওই প্রধানশিক্ষিকার দাবি চিঠিটি পোস্ট করা হয়েছে মেদিনীপুর থেকে। প্রধানশিক্ষিকা এই ধরনের চিঠি আগেও পেয়েছেন বলে দাবি করেছেন। কে বা কারা কী উদ্যেশ্যে এই চিঠি দিয়েছে তা এখনো পরিস্কার নয়। বিষয়টি ইতিমধ্যেই বিষ্ণুপুর পুলিশকে জানানো হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে বারবার স্কুলের ঠিকানায় এই ধরনের খুনের হুমকি চিঠি আসায় স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় ওই প্রধান শিক্ষিকা ও তাঁর পরিবার। তবে এখনও কারণ জানা যায়নি কেন বারংবার ওই শিক্ষকাকেই এ ধরনের চিঠি দেওয়া হচ্ছে মাওবাদীদের তরফ থেকে।

 

 




Leave a Reply

Back to top button