Bihar : অগ্নিদগ্ধ পরিস্থিতি! বিহারের মধুবনী স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে ভয়াবহ আগুন

এর আগে বিহারে ( Bihar ) ছাত্র আন্দোলন চলাকালীন তৈরি হয়েছিল একই রকমের অগ্নিদগ্ধ পরিস্থিতি। এদিন বিহারের মধুবনী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা ট্রেনে হটাৎই আগুন ধরে যায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন ( Bihar ) চত্বর জুড়ে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে পূর্ব-মধ্য রেল সূত্রে। এদিন পূর্ব-মধ্য রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “স্বতন্ত্র সোনানী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে আচমকাই আগুন ধরে যায়। শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ট্রেনে কোনও যাত্রী ছিল না। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।” যদিও গোটা ঘটনার জেরে স্টেশন চত্বরে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
#WATCH | Fire breaks out in an empty train at Madhubani railway station in Bihar pic.twitter.com/Rps2N8gwKk
— ANI (@ANI) February 19, 2022
উল্লেখ্য, স্বতন্ত্র সোনানী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি জয়নগর থেকে দিল্লি যাতায়াত করে। এদিন স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা ট্রেনটি হটাৎ কীভাবে আগুন লাগে এই নিয়ে মেলেনি কোনও স্পষ্ট কারণ। তবে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সকল যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ধীরে ধীরে একের পর এক কামরার মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ( Bihar ) ট্রেনটির মধ্যে। প্রাথমিকভাবে স্টেশন কর্মীরা ট্রেনটি জল ঢালতে থাকে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্টেশন চত্বরে পৌঁছে যায় দমকল। স্থানীয় পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছয়।
আরও পড়ুন….সিবিআই-ইডির চক্রব্যূহ, গরু পাচার কান্ডে ফের গ্রেফতার করা হল এনামুল হককে
প্রসঙ্গত, লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন লাগার ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশনে। জানা যায়, স্টেশনে ঢোকার মুখেই একটি ডাউন লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন লাগার জেরে মাঝপথে থমকে যায় ট্রেন। যাত্রীরাও নেমে আসেন ট্রেন থেকে। দিনের ব্যস্ত সময়ে এমন ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায় স্টেশন চত্বরে। পূর্ব রেল সূত্রে জানানো হয়, ‘প্যান্টোগ্রাফে আগুন লাগলেও তা সঙ্গে সঙ্গে নিভে যায়। এতে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। ট্রেনের যাত্রীরাও সবাই নিরাপদ।’ রেল মারফৎ জানা যায়, সাধারণত শট সার্কিটের সমস্যায় এদিন প্যান্টোগ্রাফে আগুন লাগার সমস্যা তৈরি হয়। তবে এদিনের ঘটনার আর কোনও বিস্তারিত তথ্য মেলেনি।