MBBS degree mortgage: এমবিবিএস ডিগ্রী বন্ধক, স্ত্রীকে বাঁচাতে কান্নায় ভেঙে পড়লেন ডাক্তার

প্রত্যুষা সরকার, কলকাতা : কয়েকদিন আগেই চলে গেছে ভালোবাসার মানুষ এই বিশেষ দিনটি। ওই দিনে সবাই চায় তার ভালোবাসার মানুষটিকে একটি সুন্দর উপহার দিতে। তবে সম্প্রতি সামনে আসা এক ঘটনা হয়তো ভালোবাসার দিনে সবচেয়ে বড় এক উপহার। করোনার দ্বিতীয় ঢেউয়ে স্ত্রী আক্রান্ত হন করোনায়। রাখতে হয় ভেন্টিলেশনে। সেখানেই পাহাড়প্রমাণ বিল মেটাতে নিজের এমবিবিএস ডিগ্রী বন্ধক ( MBBS Degree Mortgage ) রাখলেন স্বামী।
MBBS Degree Mortgage: ওই ব্যক্তির পরিচয়
ঘটনাটি ঘটেছে রাজস্থানে। স্বামী সুরেশ চৌধুরী। বছর ৩২ এর এই ব্যক্তি নিজেও একজন চিকিৎসক। স্ত্রী অনিতা ও পাঁচ বছরের একটি ছেলে নিয়ে রাজস্থানের পালি জেলায় খেরওয়া এলাকায় থাকেন তিনি। গতবছর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রী অনিতা। পরীক্ষা করে জানা যায় করোনা ধরা পড়েছে তার। শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক উপসর্গ বাড়তে থাকায় তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করতে হয়। তবে ওই হাসপাতালের বেড না মিললে সুরেশ বাধ্য হয়ে স্ত্রীকে ভর্তি পরেন জোধপুর এমসে হাসপাতাল। সেখানে চিকিৎসা হতে থাকে অনিতার। তুমি সুরেশ নিজেও একজন চিকিৎসক হওয়ায় স্ত্রীর পাশে থেকে তাকে দেখাশোনা করতে পারেননি তিনি। নিকটাত্মীয়দের উপর স্ত্রীর দেখভালের দায়িত্ব দিয়ে সময় মতোই তাকে যেতে হতো হাসপাতালের ডিউটি করতে।
MBBS Degree Mortgage: স্ত্রীর অসুস্থতা
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতে শারীরিকভাবে আরও অবনতি হতে থাকে অনিতার। অনেক পরীক্ষা করার পরেই জোধপুর এমসে হাসপাতালের চিকিৎসকের কাছে সুরেশ জানতে পারেন, করোনাই আক্রান্ত হয়ে ফুসফুসের প্রায় ৯৫ শতাংশ বিকল হয়ে গিয়েছে অনিতার। এই ঘটনার পরই হাল ছেড়ে দিয়েছিলেন অনিতা চিকিৎসকেরা।
MBBS Degree Mortgage: স্ত্রীকে সুস্থ করতে বদ্ধপরিকর স্বামী
তবে হাল ছাড়েনি সুরেশ। স্ত্রীকে সুস্থ করে তুলতে বদ্ধপরিকর ছিলেন স্বামী। উন্নত পরিষেবা পেতে ওই হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করে আনে অনিতাকে। ফুসফুস আর সিদ্ধান্ত প্রায় বিকাল হয়ে গেছিল অনিতার। ইকমও যন্ত্রের সাহায্যে কোন মতে বাঁচিয়ে রাখা হয়েছিল তাকে। শারীরিক অসুস্থতা দিন দিন বেড়েই চলছিল তার। অসুস্থ অনিতার ওজন ইতিমধ্যে হয়ে গিয়েছে ৫০ থেকে কমে ৩০ কিলোগ্রাম।
আরও পড়ুন….Bappi Lahiri Death : না ফেরার দেশে পাড়ি ডিস্কো কিং-এর, রাজকীয় এই শেষ যাত্রা
আরও পড়ুন…..Viral News : গাড়িতে জীবন্ত কুমির, পুলিশের ধরা পড়তেই একী কান্ড দেখুন ছবি
MBBS Degree Mortgage: বন্ধক নেওয়ার সিদ্ধান্ত
বেসরকারি ওই হাসপাতালে বিলের পরিমান বেড়ে চলছিল দিনে দিনে। একদিনের হাসপাতালের বিল প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। রোজকার এবিল মেটাতে নিমেষে শেষ হয়ে গেছে ১০ লক্ষ টাকা জমানো পুঁজি। তবুও মেটেনি সেই পাহাড়প্রমাণ বিল। অবশেষে বিল মেটাতে নিজের এমবিবিএস ডিগ্রী বন্ধক ( MBBS Degree Mortgage ) রাখার সিদ্ধান্ত নেন সুরেশ। তার বিনিময়ে পান ৭০ লক্ষ টাকা। সাথে জমি বিক্রি বন্ধুদের থেকে ধার- দেনা করে টাকা জোগাড় করে হাসপাতালের বিল মেটান সুরেশ। তবে এতকিছুর পরেও শেষে স্বামীর প্রতিজ্ঞা পূরণ হলো। স্ত্রীকে সুস্থ করে ঘরে এনেছেন সুরেশ। সব রকম বাধা বিপত্তি কাটিয়ে তিনি আবারও ফিরে পেয়েছেন তার পরিবারকে।