কাজ নেই সুপারস্টারের ছেলের, ১৪ বছর ধরে কাজের খোঁজে লড়াই মিঠুন-‌পুত্রের

রাজকুমার মণ্ডল, কলকাতা : কাজ পাচ্ছেন না মিঠুন চক্রবর্ত্তীর ছেলে। হাজারো প্রতিবন্ধকতা আসছে কাজ পেতে। লড়াই করতে হচ্ছে দিনের পর দিন। পরিচালকদের দরজায় হন্যে হয়ে কাজ চেয়ে ঘুরছেন দিনের পর দিন। অথচ তিনি বলিউডের ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্ত্তীর ছেলে মিমো চক্রবর্ত্তী (Mimoh Chakraborty) । বলিউডের অন্যতম সেরা নায়ক মিঠুন চক্রবর্ত্তী নিজের জায়গা পাকা করতে প্রচুর লড়াই করেছেন। সমসাময়িক অভিনেতাদের টপকে উঠে এসেছিলেন নিজের দক্ষতায়। নাচ,অভিনয়,রোমান্স,কমেডি ছাড়াও সবরকম অভিনয়েই দক্ষতা দেখিয়েছেন মিঠুন চক্রবর্ত্তী।mimo chakrabarty

মিমো চক্রবর্ত্তী (Mimoh Chakraborty) র কেরিয়ার শুরু হয় ‘জিমি’ ছবিতে। তবে ছবিটি সুপার ফ্লপ। ছবিতে বাবার নাচের নকল করতে গিয়েছিলেন। ছবিটি ফ্লপ করার পর থেকে একের পর এক পরিচালকের কাছে গিয়ে হাত পেতেছেন ছবি পাওয়ার আশায়। প্রত্যকেই ফিরিয়ে দিয়েছেন মিমোকে।প্রথম ছবি ফ্লপ হওয়ার পর মিমো লড়াই চালিয়ে যাচ্ছেন ১৪ বছর ধরে। স্টারকিড হয়েও কোনো কাজে আসছে না বাবার ব্র‌্যান্ড। হতাশায় মিঠুন পুত্র মিমো (Mimoh Chakraborty) । তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনবরত। তবে সারাক্ষণই আশঙ্কায় থাকেন, এই বুঝি কেউ প্রত্যাখ্যান করল।

আরও পড়ুন গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া-‌রনবীর, যমজ পোষাকে নিভৃতে যুগলবন্দি

এখনও পর্যন্ত সাধারন একজন অভিনেতার মতো অডিশন দিতে থাকেন মিমো। আবার আশঙ্কাভরা মন নিয়ে ফিরেও আসতে হয় বারবার খালি হাতে। মিমোর কথায়, ‘সুপারস্টারের ছেলে হয়েও বলিউডে পা রাখাটা আমার জন্য সহজ ছিল না। জিমি আসার প্রায় ১৪ বছর হয়ে গেছে এবং এখনও আমি একজন অভিনেতা হিসাবে এখানে নিজের জমি খুঁজে বেড়াচ্ছি(Mimoh Chakraborty) । এত বছর ধরে আমার একটা ভিন্ন যুদ্ধ ছিল, যেটা আমি নিজের সঙ্গেই লড়ছিলাম। আমি প্রতিদিন নিজেকে বলতাম মিমো, তোমাকে ধৈর্য ধরতে হবে, কোন জাদু হবে না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। মানুষ ভাবে যে আমি ফিল্মি পরিবারের সন্তান, আমার আবার সমস্যা কী, আমার দুঃখ কেউ বোঝে না। এখন ১৪ বছর লাগুক বা আমার সারা জীবন, আমি অ্যাচিভ করেই ছাড়বো। স্টার কিড নিজের পথে সংগ্রাম করে চলছে আজও। নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘যোগীরা সারারা’ ছবি ও রুশ ক্রাইম থ্রিলারের একটি ছবিতে কাজ চলছে সুপারস্টারের ছেলে মিমো চক্রবর্ত্তীর (Mimoh Chakraborty) ।




Leave a Reply

Back to top button