জন্মদিনে দেশবাসীকে ‘যশোভূমি’ উপহার প্রধানমন্ত্রীর, উদ্বোধন করবেন বিশ্বের সবচেয়ে বড় এমআইসিই সেন্টারের

প্রেস ইনফর্মেশনস অফ ব্যুরো থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫৪০০ কোটি টাকা। এই প্রকল্পটি মোট ৮.৯ লক্ষ্য বর্গকিলোমিটার এরিয়া জুড়ে উঠেছে। এটাই বিশ্বের বৃহত্তম এমআইসিই সেন্টার হয়ে উঠতে চলেছে।

শুভঙ্কর, নয়া দিল্লি: নিজের জন্মদিনে দেশবাসীর জন্য ফের চমক নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবারের জন্মদিনে কুনো অভয়ারণ্যে চিতা বাঘ ছেড়ে ভারতে চিতার সংখ্যা বৃদ্ধির প্রকল্প হাতে নেয় ভারত সরকার। এইবারের তাঁর ৭৩তম জন্মদিনে দিল্লির দ্বারকায় সকাল ১১টার সময় উদ্বোধন করবেন আন্তর্জাতিক সম্মেলন হল ও এক্সপোসেন্টার ‘যশোভূমি’।জানা যাচ্ছে এই ‘যশোভূমি’ সেন্টারে বিশ্বমানের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে মিটিং এক্সিবিশন, কনফারেন্স ইনসেনটিভের মত বিষয়গুলোকে আয়োজন করা হবে।

বিরোধীরা বারবার অভিযোগ করেন মোদি সরকার বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের মাধ্যমে নিজেদের ছাপ রাখছেন। যে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে তা অমূলক। এত টাকা খরচা করার কোনও দরকার নেই বলেই মানেন বিরোধী দলগুলো। প্রেস ইনফর্মেশনস অফ ব্যুরো থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫৪০০ কোটি টাকা। এই প্রকল্পটি মোট ৮.৯ লক্ষ্য বর্গকিলোমিটার এরিয়া জুড়ে গড়ে উঠেছে। এটাই বিশ্বের বৃহত্তম এমআইসিই সেন্টার হয়ে উঠতে চলেছে। এই সেন্টারে একসঙ্গে ১১ হাজারের প্রতিনিধির দল একসঙ্গে বসতে পারবেন। সেন্টারে থাকছে একাধিক প্রদর্শনী হল, কনভেনশন সেন্টার, ১৫টি কনভেনশন রুম, গ্র্যান্ড বলরুম এবং ১৩টি মিটিং রুম। কনভেনশন সেন্টারটিতে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এমনকি এই সেন্টারের সাজ সজ্জায় এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা মূলত ভারতীয় সংস্কৃতি থেকেই পাওয়া যায়। যেমন টেরাজো মেঝে পিতলের ইনলে দিয়ে রঙ্গোলিস নিদর্শন, ঝুলন্ত শব্দ শোষণকারী ধাতব সিলিন্ডার এবং আলোকিত প্যাটার্নযুক্ত দেয়াল। ‘যশোভূমি’ অডিটোরিয়ামে একসঙ্গে ৬০০০ জনের বসার ক্ষমতা রয়েছে। গ্র্যান্ড বলরুমে আরও ২৫০০ জন থাকতে পারবেন। একটি খোলা এলাকায় ৫০০ জন লোক বসতে পারবে। জানা যাচ্ছে সেন্টারটি মূলত প্রদর্শনী বাণিজ্য মেলা, বিভিন্ন ব্যবসায়িক ইভেন্টের জন্য ব্যবহার করা হবে। এই সেন্টারটিতে বসার আসন গুলির ক্ষেত্রেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে বিশ্বমানের আরও একটি সেন্টার পেতে চলেছে ভারতবাসী।

Narendra Modi Birthday,PM of India Yashobhoomi Convention Centre,MICE,LED

আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির দ্বারোকা ২৫ এর একটি মেট্রো স্টেশন উদ্বোধন করবেন। তারপর দিল্লি বিমানবন্দর এক্সপ্রেস লাইনের সঙ্গে যশোভূমিকে সংযুক্ত করা হবে।দ্বারকা সেক্টর ২১ থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫’ পর্যন্ত একটি নতুন মেট্রো স্টেশন ও দিল্লি মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




Leave a Reply

Back to top button