‘চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক, রাজধানী হোক শিবশক্তি পয়েন্ট’, হিন্দু মহাসভা প্রধানের দাবিতে শোরগোল
স্বামী চক্রপাণি মহারাজ অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি। মাঝে মধ্যেই আজগুবি মন্তব্য করে শোরগোল ফেলে দেন।

চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩। এখন চাঁদে ঘুরছে রোভার প্রজ্ঞান। ছবি তুলে পাঠাচ্ছে ইসরোতে। আগামী দিনে চাঁদের দক্ষিণ মেরুতে জলের সন্ধান পাওয়া কিনা সেদিকেই নজর সকলের।
এর মধ্যেই চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি জানালেন হিন্দু ধর্মগুরু স্বামী চক্রপাণি মহারাজ। শুধু তাই নয়, চাঁদের যে জায়গায় চন্দ্রযান নেমেছে, সেই জায়গাটিকে অর্থাৎ শিবশক্তি পয়েন্টকে রাজধানী ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি।
স্বামী চক্রপাণি মহারাজ অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি। মাঝে মধ্যেই আজগুবি মন্তব্য করে শোরগোল ফেলে দেন। এবারও তার অন্যথা হল না। ভারত সরকারের কাছে তাঁর আবেদন, অন্য কোনও ধর্ম চাঁদের উপর নিজেদের মালিকানা প্রতিষ্ঠার আগেই সরকার যেন এই ঘোষণা করে। সংসদে এই নিয়ে প্রস্তাব পেশের দাবিও করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন স্বামী চক্রপানি। সেখানে তিনি বলছেন, ‘সংসদের তরফে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। যেখানে চন্দ্রযান ৩ অবতরণ করেছে, সেই শিবশক্তি পয়েন্টকে রাজধানী হিসাবে ঘোষণা করা হোক, যাতে কোনও জিহাদি মানসিকতা সেখানে পৌঁছতে না পারে। এই বিষয়ে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত। খেয়াল রাখতে হবে যাতে কোনও জঙ্গি যেন চাঁদে পৌঁছতে না পারে’।
এর আগেও আজগুবি কাজকারবার করে শিরোনাম দখল করেছেন স্বামী চক্রপানি। করোনার সময় তিনি গোমূত্র পার্টির আয়োজন করেছিলেন। তাঁর দাবি, গোমূত্র পান করলে ভাইরাস ধারে কাছে ঘেঁষতে পারবে না। যারা হত্যা করে, মাংস খায়, তাদের জন্যই ভাইরাস এসেছে বলে মনে করেন তিনি। ২০১৮ সালে কেরলে ভয়াবহ বন্যার সময় চক্রপানি বলেছিলেন, যারা গরু খায় তাদের সাহায্য করা উচিত নয়।