Mukesh Ambani : একটি গাছকে বশ করেই ধনকুবের হয়েছেন মুকেশ আম্বানি, জেনে নিন আম্বানি বাড়ির গোপন গাছের কথা

ধনী ব্যক্তি হতে কে না চায়। ধনী ( Rich) হওয়ার সুপ্ত ইচ্ছা তো প্রত্যেকেরই মনে থাকে। প্রত্যেকেই চায় অগাধ সম্পত্তির মালিক হতে। অগাধ সম্পত্তির মালিক হতে গেলে দৃঢ় মানসিকতার সাথে চাই প্রখর বুদ্ধিমত্তা ও পরিশ্রম। তবে অনেকে সেই পর্যায়ে পৌঁছনোর জন্য পরিশ্রমের সাথে সাথে বিভিন্ন কৌশলও অবলম্বনও করে থাকেন। অনেকেই সেই উচ্চতায় পৌঁছনোর জন্য তন্ত্র-মন্ত্র বিশেষজ্ঞদের পরামর্শও নেন। এর পরেও কিন্তু সকলের কপালে বিপুল ধনসম্পদ ( Wealth) জোটে না। তবে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ অথবা জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু বস্তু আছে যা বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। যা আমাদের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। এমনই একটি মূল্যবান জিনিস রয়েছে এশিয়ার ( Asia) অন্যতম ধনী ব্যক্তির ( Mukesh Ambani) বাড়িতে।

Mukesh AmbaniMukesh Ambani : এই উদ্ভিদ বাড়িতে লাগালে বৃদ্ধি পাবে আপনারও ধন সম্পদ –

অনেকে বিশ্বাস করেন যে এমন কিছু গাছ আছে যা বাড়িতে আনলে ধীরে ধীরে ঘরের ধন-সম্পদ বাড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে সত্যিই এমন কিছু গাছ উল্লেখ আছে যা ঘরে লাগালে মানুষের ভাগ্য বদলাতে সময় লাগে না এবং এর প্রচুর ধন-সম্পদেরও ( Wealth) প্রাপ্তি হয়। সেইরকমই একটি গাছ হল ময়ূরপঙ্খি গাছ ( Peacock tree), যাকে বিদ্যা মাতা ( Vidya Mata) অথবা গোদা বাংলায় ঝাউ গাছ ( Palm tree) নামে অভিহিত করা হয়। শোনা যায়, এই গাছ বাড়িতে জোড়ায় রোপণ করলে সেই বাড়ির মালিকের ধন সম্পত্তি বৃদ্ধি পায়। এই ময়ূরপঙ্খি গাছটি ঘরে লাগানোর সাথে সাথেই ধীরে ধীরে শুধু সম্পদ বাড়তেই শুরু করবে না, তার সাথে সাথে এই গাছটি ঘরে আসা সম্পত্তি সঞ্চয় করে রাখতেও সহায়তা করে।

আরও পড়ুন – মাঝ রাতে বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েই সর্বনাশ! চোর সন্দেহে মিলল গণপিটুনি

Mukesh Ambani : মুকেশ আম্বানির বাড়িতেও রয়েছে এই রহস্যময়ী গাছ –

শোনা যায় এমন একটি গাছ রয়েছে এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ( Mukesh Ambani) বাড়িতেও। তাও নাকি আবার জোড়ায় জোড়ায় লাগানো আছে সেই গাছ। অনেকেই মনে করেন এটাই হল তার বিপুল সম্পদের পেছনের আসল রহস্য। যে বাড়িতে এই গাছটি থাকে সেখানে দারিদ্র্য কখনই আঁচ ফেলতে পারে না। এই কারণের জন্য ময়ূরপঙ্খি গাছটিকে ( Peacock trees) অত্যন্ত সৌভাগ্যবান উদ্ভিদ বলে মনে করা হয়। তাহলে আপনি কেনো দেরি করছেন? শ্রীঘ্রই এই উদ্ভিদ বাড়িতে রোপণ করে আপনিও হয়ে উঠুন সৌভাগ্যবান।




Leave a Reply

Back to top button