Murder : “ও এখনও কেন মরছে না!” ছুঁড়ি দিয়ে ছিন্নভিন্ন দেহ

অহেলিকা দও, কলকাতা : ব্রেক আপ ( break up) এখন ঘরে ঘরে। আর তার সাথে প্রাক্তন প্রেমিক ( Ex-boyfriend) বা প্রেমিকার হাত ধরে অন্য কাউকে দেখতে সবারই অসন্তোষ বোধ হয়। তাই বলে খুন ( Murder)? হ্যাঁ ঠিকই শুনছেন এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুম্বইয়ে ( mumbai)। প্রাক্তন প্রেমিকার ( Ex-girlfriend) নাম ক্যারোল মিসকিতা ( Carol Miskita)। তার খুনের ( Murder) ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

Murder – ক্যারোলকে খুনের ষড়যন্ত্র

প্রাক্তন প্রেমিকা প্রথম থেকেই বিরোধিতা করেছিলেন প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক নিয়ে। সেটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না প্রাক্তন প্রেমিক। তার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রাক্তন প্রেমিকাকে তাই খুন ( Murder) করার প্ল্যান ( plan) করেছিলেন প্রেমিক। ক্যারোলকে খুনও করেন জিকো ( Zico)। পুলিশের কাছে হার স্বীকার করে তারা জানায়, “ক্যারোলকে খুনের ( Murder) জন্য দেবেন্দ্র নামে এক সঙ্গী আমায় সাহায্য করেছে”। ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারি। রাত ১টা ১৫মিনিট নাগাদ ক্যারোলকে ডেকে পাঠান জিকো। তাদের সাথে প্ল্যানে যোগ দেয় দেবেন্দ্র।

আরও পড়ুন- ২৫ বছরের বাচ্চা ! মনপ্রীতের rare diseases-এ থমকে গিয়েছে তার শারীরিক বৃদ্ধি- https://thebengalichronicle.com/manpreet-singh-has-a-rare-diseases/

Murder – ক্যারোল খুনের চেষ্টা

জিকো, ক্যারোল এবং দেবেন্দ্র তিনজন মিলে ঠিক করে তারা কেলবা সৈকতে যাবে। কিন্তু মাঝপথে তারা প্ল্যান চেঞ্জ করে ওয়াঘোবা ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার পর থেকেই জিকোকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন ক্যারোল। এই নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয়। হঠাৎ করে জিকো ক্যারোলের গলা টিপে ধরে। ছটফট করতে থাকে ক্যারোল। তারপর  একসময় নিস্তেজ হয়ে পড়ে। তখনই জিকো তাকে ওই ঘাটে পাথরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

Murder – “ও এখনও কেন মরছে না!”

ক্যারোল বেঁচে আছে নাকি মরে ( Murder) গেছে সেটা দেখতে যায় জিকো। সেখানে গিয়ে দেখে এখনও বেঁচে আছে ক্যারোল। তখন তাকে মারতে ফের গলা টিপে ধরে জিকো। জিকো তখন বলেন, “ও এখনও কেন মরছে না!” ততক্ষণে সেখানে এসেছিলেন দেবেন্দ্র। দেবেন্দ্রর হাতে থাকা ছুরিটি নিয়ে একের পর এক বুকে পেটে আঘাত করতে থাকেন তিনি। গেঁথে যাওয়া ছুরিটি তুলতে গিয়ে সেটার হাতলটি ভেঙে যায়। সেই ছুরিটি কোনোরকমে বের করে সমুদ্রে ফেলে দেন জিকো। তার সাথে লোপাট করে ক্যারোলের দেয় দেহ।

Murder – গ্ৰেফতার দেবেন্দ্র এবং জিকো

ক্যারোলের ফোন এবং ল্যাপটপ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় জিকো আর দেবেন্দ্র। তারপর ক্যারোলেরই স্কুটি নিয়ে সেখান থেকে সোজা মুম্বই-আমদাবাদ হাইওয়েতে চলে যান তারা। সেখানে ক্যারোলের স্কুটিটা পার্ক করে দিয়ে জিকো দেবেন্দ্রর বাইকে চাপে ভিলে পার্লেতে চলে যান। সেখানকার এক দোকানদারকে গিয়ে বলেন ক্যারোলের ফোন এবং ল্যাপটপ থেকে সমস্ত তথ্য মুছে ফেলতে। এই দোকানদার সবটা বুঝতে পেরে ক্যারোলের ফোন এবং ল্যাপটপ নিয়ে থানায় গিয়ে গোটা বিষয়টি পুলিশকে জানান। তারপর পুলিশ দেবেন্দ্র এবং জিকোকে দুই সপ্তাহের মধ্যে খুঁজে বের করে গ্ৰেফতার করে।

আরও পড়ুন- অনলাইনে ‘BUY NOW’ অপশনে ক্লিক, বাড়ি বসেই মা হলেন তরুণী – https://thebengalichronicle.com/england-news-viral-woman-buy-online-baby/




Leave a Reply

Back to top button