পুলিশ একেবারেই অসফল! গত ৪ বছরে নাকি বহুগুন বেড়েছে চুরি-ছিনতাই

অনীশ দে, কলকাতা: বিগত চার বছর ধরে মুম্বাইতে চুরি আটকাতে অসফল মুম্বাই পুলিশ। এই চার বছরে অন্তত ৩০৩ কোটি টাকার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। এছাড়াও প্রায় ৭০ কোটি টাকার সামগ্রী এখনও উদ্ধার করতে পারেনি মুম্বাই পুলিশ (Mumbai Police)। গত চার বছরে চুরি যাওয়া সামগ্রীর মাত্র ৩৫ শতাংশ উদ্ধার করতে পেরেছে পুলিশ। কিন্তু যে মুম্বাই পুলিশ এক সময় আন্ডারওয়ার্ল্ড এর বাড়বাড়ন্ত প্রশমিত করে তারা আজকে চুরি রুখতে অসক্ষম, কিন্তু কেন?

সম্প্রতি মুবাই পুলিশের এক ভারপ্রাপ্ত আধিকারিক জানান যে থানাগুলির উপর অন্য কাজের চাপ বেশি থাকায় চুরি ছিনতাই এখনও আটকানো যাচ্ছে না। এমনকি তিনি (Mumbai Police) বলেন রাজনৈতিক  ও সাম্প্রদায়িক ঘটনা আটকাতেই তাদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে। এছাড়াও তিনি বলেন চোর ধরা না পড়ায় পিছনে অন্যতম কারন জায়গায় জায়গায় খারাপ সিসিটিভি।

mumbai police 2

তিনি জানান যে সমস্ত জায়গায় এই সমস্ত চুরি হয়েছে সেইসব জায়গায় সিসিটিভি বিকল থাকায় চোরের সন্ধান করা সম্ভব হচ্ছে না। কয়েকদিন আগেই এক দুঁদে পুলিশ আধিকারিক জানান সোনা এবং নগদ টাকার মতো মূল্যবান সামগ্রী উদ্ধার করা খুবই কঠিন। এমনকি চুরি করার পর চোর যখন এলাকা বা রাজ্য ছেড়ে পালায় তখন তাকে দ্রুত ট্র্যাক করার প্রয়োজন যা প্রায় অসম্ভব হয় দাড়ায় (Mumbai Police)।

আরও পড়ুন:একেবারে হাতাহাতি! স্যান্ডি বন্ধ করেই ছাড়ল বসন্ত বিলাস মেসবাড়ির শ্যুটিং

উচ্চপদস্থ কর্মকর্তারা জানান যে এই সমস্ত অপরাধীদের ট্র্যাক করার জন্য যে আধুনিক পরিকাঠামোর প্রয়োজন রয়েছে তার বিস্তর অভাব রয়েছে ভারতবর্ষে। সেই কারণেই পুলিশ বারংবার অসফল হচ্ছে। কিন্তু তিনি এও জানান শীঘ্রই মুম্বাই পুলিশের কাছে এই অত্যাধুনিক প্রযুক্তি আসতে চলেছে যার পরে এতে একটু হলেও রাশ টানা যাবে বলে মনে করেন পুলিশ কর্তা।

আরও পড়ুন:একেবারে হাতাহাতি! স্যান্ডি বন্ধ করেই ছাড়ল বসন্ত বিলাস মেসবাড়ির শ্যুটিং

একদা বলিউডের বেশিরভাগ নায়ককেই মুম্বাই পুলিশের উর্দি পরে নানা আশ্চর্যজনক কাজ করতে দেখেন মানুষ। যার ফলে মুম্বাই পুলিশকে ভারতবর্ষের অন্যতম সেরা পুলিশ ডিপার্টমেন্ট হিসেবে গণ্য করা হয়। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন হোক কিংবা সিংহাম অজয় দেবগন সব যুগের নায়করা মুম্বাই পুলিশের উর্দি পরে অবিশ্বাস্য কাজকে সফল করেছেন।




Leave a Reply

Back to top button