সাধারণ মানুষকে টাকা দেবে কেন্দ্র, ১৫ আগস্ট নতুন প্রকল্পের ঘোষণা মোদীর

বিশ্বকর্মা পুজোর দিন চালু হবে প্রকল্প।

স্বাধীনতা দিবসে নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, টাকা দেওয়া হবে সাধারণ মানুষকে। মঙ্গলবার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন মোদী। তারপর দশ বছরে কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সবশেষে ঘোষণা করেন, ‘বিশ্বকর্মা যোজনা’ প্রকল্পের। বিশ্বকর্মা জয়ন্তীতে এই নতুন প্রকল্প চালু হবে।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, বিশ্বকর্মা পুজোর দিন আমরা ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা দিয়ে বিশ্বকর্মা যোজনা শুরু করব। স্বর্ণকার, কামার নাপিত, দিনমজুররা এই প্রকল্পের সুবিধা পাবেন। ওবিসি শিল্পীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। কলোনি, ঝুপড়ি, ভাড়াবাড়িতে থাকেন এমন ব্যক্তিদের সহজ শর্তে ঋণ দেবে সরকার। বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর চালু হবে এই প্রকল্প।

Narendra Modi,Independence Day,Vishwakarma Yogana,Money

মোদী জানান, সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যতগত দক্ষতা সম্পন্ন লোকেদের সাহায্য করবে। এদিন মুদ্রা যোজনার কথাও বলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে ব্যবসার জন্য যুবক-যুবতীদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়। মোদী জানান, মুদ্রা যোজনায় ৮ কোটি মানুষ ব্যবসা শুরু করেছন। সরকার ২০ লক্ষ কোটি টাকা খরচ করেছে। প্রত্যেক ব্যবসায় কমপক্ষে ২ জনের কর্মসংস্থান হয়েছে।

সম্প্রতি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তমে অর্থনীতিতে পরিণত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘দেশের মানুষের উচ্চাকাঙ্খার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিও’। এরপর তিনি যোগ করেন, ‘আমার প্রথম মেয়াদে ২০১৪ সালে ভারতের অর্থনীতি ছিল দশম স্থানে। দ্বিতীয় মেয়াদে দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আমি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব, এটাই মোদীর গ্যারান্টি’।

এদিন নিজের বক্তব্যে যুবশক্তির ক্ষমতায়নে জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুবশক্তিকে আরও বেশি ক্ষমতা দেওয়াই কেন্দ্রের নীতি। দেশের যুবকরাই ভারতকে বিশ্বের প্রথম তিনটি স্টার্টআপ ইকোসিস্টেমের মধ্যে স্থান করে দিয়েছে। ভারতের যুবশক্তি দেখে বিশ্বের যুবকরাও অবাক বলে মন্তব্য করেন তিনি।




Leave a Reply

Back to top button