‘২৪-এ ফের প্রধানমন্ত্রী হোক’, নিজে হাতে বানানো রাখি পাঠিয়ে বললেন মোদীর পাকিস্তানি বোন
নিজের বোন নয়, পাকিস্তানি বোন। নাম কামার মহসিন শেখ।

কয়েকদিন পরেই রাখী বন্ধন। ভাইয়ের হাতে রাখী বেঁধে মঙ্গল কামনা করবেন বোনেরা। প্রধানমন্ত্রী মোদীকেও রাখী পাঠালেন বোন। তবে নিজের বোন নয়, পাকিস্তানি বোন। নাম কামার মহসিন শেখ। মোদীর জন্য নিজে হাতে রাখী বানিয়েছেন তিনি। পাশাপাশি ২০২৪-এ জয় নিয়েও আত্মবিশ্বাসী তিনি। মহসিন বলেন, ‘আগামী কয়েক বছর জয়ী হবেন মোদী, এই বিশ্বাস রয়েছে’।
পাকিস্তানের বাসিন্দা ছিলেন কামার মহসিন শেখ। এক ভারতীয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর চলে আসেন ভারতে। এখন থাকেন গুজরাতের আহমেদাবাদে। মোদী যখন আরএসএস-এর প্রচারক তখন থেকে ‘ভাই’য়ের হাতে রাখী বাঁধেন মহসিন। আজ ভাই ভারতের প্রধানমন্ত্রী। তবে রাখীতে ছেদ পড়েনি। এ বছর ভাই মোদীর জন্য নিজে হাতে রাখী বানিয়েছেন মহসিন। সঙ্গে উপহার হিসেবে দিচ্ছেন একটি কৃষি বিষয়ক বই।
মহসিন বলেন, ‘আশা করছি, ভাই এই বছর দিল্লিতে ডাকবেন আমায়। ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছি। নিজে হাতে রেশমি রিবন দিয়ে তাঁর জন্য রাখী বানিয়েছি। এই রাখীই আমি তাঁর হাতে বেঁধে দিতে চাই’। রাখীর আগে ‘ভাই’ মোদীকে একটি চিঠিও লিখেছেন বোন মহসিন। সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন ২৪-এর নির্বাচনের শুভেচ্ছা।
মহসিনের কথায়, ‘মোদী যে আবার প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। দেশ এবং দেশবাসীর জন্য নিরলস পরিশ্রম করছেন। অনেক কাজ করেছেন। আমি চাই, তিনি এভাবেই বছরের পর বছর প্রধানমন্ত্রী থাকুন’।