National Youth Day : বিবেকানন্দ জন্মদিনে মেতেছে রাজনৈতিক নেতারা, চলছে বাণী লিখে টুইট

১৮৬৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ(Swami Vivekananda)। বর্তমানে দেশজুড়ে ‘জাতীয় যুব দিবস’ ( National Youth Day ) হিসাবে পালিত হয় তাঁর জন্মদিন। শুধুই যে ভারতবর্ষ(India) এমনটা মোটেই নয়। তাঁর বাণী আজও স্মরণীয় ও পালিত হয়ে আসছে বিশ্ব দরবারে। আজ তাঁর জন্মদিনের দিন দেশের বড় বড় রাজনৈতিক ব্যাক্তিত্বরা স্মরণ করছেন তাঁর বাণী।
PM Modi –র টুইট
এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দ শ্রদ্ধা জানিয়ে টুইট করে লেখেন, ‘আমি মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। জাতির জন্য তিনি নিজের জীবন দান করে দিয়েছিলেন। দেশ গঠনের কাজে তিনি বহু তরুণ(Youth)-কে অনুপ্রেরিত করেছেন। জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা এবার একসঙ্গে পূর্ণ করার পালা।
I pay tributes to the great Swami Vivekananda on his Jayanti. His was a life devoted to national regeneration. He has motivated many youngsters to work towards nation building. Let us keep working together to fulfil the dreams he had for our nation.
— Narendra Modi (@narendramodi) January 12, 2022
National Youth Day টুইট
প্রধানমন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ এদিন তাঁর টুইটার মাধ্যমে টুইট করে লেখেন, ‘ভারতের একজন মহান যুব প্রতীক ও একজন মহান আধ্যাত্মিক নেতা। তাঁর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও জাতীয় যুব দিবসের শুভেচ্ছা।’ পাশপাশি, এদিন বাংলা প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষ্যে তাঁরই একটি বাণী উল্লেখ করে টুইট করেন। একইসঙ্গে, এদিন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি স্বামী জন্মদিনে দেশের যুব সমাজের মনে অনুপ্রেরণা জাগানোর উদ্দেশ্যে স্বামীজিরই একটি বাণী টুইট করে লিখে ফেলেন।
Congress টুইট
উল্লেখ্য, বিজেপির নেতা-নেত্রীদের মতোই এদিন পাঞ্জাবের কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি টুইট করে লেখেন, ‘একজন মহান দার্শনিক, আধ্যাত্মিক নেতা ও সমাজকর্মী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যেই দেশ জুড়ে পালিত হয় জাতীয় যুব দিবস ( National Youth Day )। দল মাধ্যমে আমাদের রাজ্যের যুবক-যুবতী ক্ষমতা ও দক্ষতা প্রদানের মাধ্যমেই এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে দেওয়া হবে।’ এদিন চন্নির পাশাপাশি, সোনিয়া পুত্র টুইট করে লেখেন, “আমার কোনও ভয় নেই – স্বামী বিবেকানন্দের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, যিনি নির্ভীকতা ও সত্যের পথ দেখিয়েছিলেন।”
আরও পড়ুন……Saffron Volunteer : বামের পথে রাম, বিবেকানন্দের জন্মদিনে নতুন বাহিনী গেরুয়া শিবিরে
বিজেপি Saffron volunteer
এছাড়াও, এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য জুড়ে এক বিশেষ উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। বাড়ন্ত করোনাকে নজরে রেখে রেড ভলেন্টিয়ারের মতোই বিজেপি তরফে রাজ্য জুড়ে গঠন করা হচ্ছে গেরুয়া ভলেন্টিয়ার(Saffron Volunteer)। রাজ্যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২১ হাজার। এই পরিস্থিতি মানুষের পাশে দাঁড়াতে এক নতুন পন্থা নিয়ে হাজির বঙ্গ বিজেপি। আপাতত, বিজেপি(BJP) যুব মোর্চা মাধ্যমেই পরিচালিত হবে গেরুয়া ভলেন্টিয়ার(Saffron Volunteer)।