Netaji Subhash Chandra Bose : নেতাজি সুভাষচন্দ্র বসুর বলা বিখ্যাত কিছু উক্তি, যা প্রতিটি দেশবাসীকে আজও অনুপ্রেরণা জোগায়

রাখী পোদ্দার,কলকাতা : নেতাজি সুভাষ চন্দ্র বসু ( Netaji Subhash Chandra Bose) শুধুমাত্র একটি নাম নয় এর সাথে জড়িয়ে রয়েছে এক বুক চাপা আবেগ। সাহসী এই বঙ্গসন্তানকে ( son of bengal) ঘিরে যে সমস্ত অধ্যায় লেখা হয়েছে তার একাংশে যেমন রয়েছে যুদ্ধের দামামার নানান গল্প, তেমনই তার অন্য অংশে রয়েছে রহস্যের মেঘ। ভারতমাতার এই বীর সন্তান ১৮৯৭ সালের ২৩ শে জানুয়ারি উড়িষ্যার ( Odisha ) কটক জেলায় বসু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মাতা ছিলেন প্রভাবতী দেবী ( Prabhavati Devi) এবং পিতা জানকীনাথ বসু ( Janakinath Basu)। তিনি ছিলেন তাঁর বাবা মায়ের ১৪ জন সন্তানের মধ্যে নবমতম সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন সুভাষ। বড় হওয়ার সাথে সাথে তাঁর সেই মেধা আরও বৃহৎভাবে প্রকাশ পায়। এই বঙ্গসন্তান ( son of bengal) শুধুমাত্র স্বাধীনতার জন্যই নয় তাঁর বানীর জন্যও তরুণদের কাছে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। আসুন একনজরে দেখে নেওয়া যাক তাঁর বলা বিখ্যাত কয়েকটি উক্তি ( Quotes) –

Netaji Subhash Chandra Bose – স্বাধীনতা ও ভাবাদর্শ  সম্পর্কে নেতাজির বক্তব্য

স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে নেতাজীর বাণী গুলির মধ্যে অন্যতম হল, “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”। এছাড়াও রয়েছে “স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনোও স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে”। “শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা”। তিনি বলেন “জগতের সব কিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু হল ভাব বা আদর্শ”।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/netaji-subhash-chandra-bose-made-history-of-azad-hind-radio/

Netaji Subhash Chandra Bose – বেঁচে থাকা আর টিকে থাকার মধ্যে পার্থক্য

জীবন সংগ্রামে বেঁচে থাকা আর শুধুমাত্র টিকে থাকার মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে। আর সেই পার্থক্য আরও স্পষ্ট করে দেয় নেতাজির এই বাণী, “মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত”। এছাড়াও তিনি বলেন “সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে”।

Netaji Subhas Chandra Bose

Netaji Subhash Chandra Bose – সমস্যা সমাধানের ক্ষেত্রে ও লড়াই নিয়ে নেতাজির বার্তা নেতাজীর বাণী

“আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা, রোগ, অশিক্ষা, যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে”। কোনপথে লড়াই করা যাবে? উত্তর এসেছে নেতাজির এই বাণী থেকে, “ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো!….যদি ভগবান চান , তাহলে আমরা শহিদের মৃত্যু বরণ করব”।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/netaji-subhash-chandra-bose-contributions-and-introduction/

এছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেসের ( Indian National Congress) এক তরুণ নেতা হিসেবেও তিনি দায়িত্ব পালন ককরেছিলেন বহুদিন। ১৯৩৮ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের ( Indian National Congress) প্রেসিডেন্ট হয়েছিলেন। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ( All India Forward Block), যা ভারতের বামপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল, ১৯৩৯ সালে সুভাষ চন্দ্র বোসের নেতৃত্বে এটি ভারতীয় জাতীয় কংগ্রেস হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে, মহাত্মা গান্ধী ( Mahatma Gandhi) এবং দলের অন্যান্য প্রবীণ নেতাদের সঙ্গে মতবিরোধের পর, তিনি এই পদ থেকে সরে আসেন।

আরও পড়ুন- https://thebengalichronicle.com/netaji-subhas-chandra-bose-goes-viral-in-his-birthday/




Leave a Reply

Back to top button