Next Covid Variant : আবারও কী কামড় শিক্ষা ব্যবস্থায়, কোভিডের নতুন রূপ নিয়ে সতর্কবাণী হু-এর

ফের করোনার চোখ রাঙানি। ওমিক্রনের ধাক্কা পেরিয়ে যখন ক্রমেই সুস্থতার পথে দেশ তথা বিশ্ব। এমতাবস্থায় জারি আরও এক সতর্কবাণী। এদিন, সাংবাদিক সম্মেলনে ‘হু’-এর পক্ষ থেকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন যে, আগামী দিনে ( Next Covid Variant ) কোভিডের যে নয়া রূপ আসতে চলেছে তা ওমিক্রনের থেকে আরও বেশি ভয়াবহ ও সংক্রামক হতে পারে।

কারখভ আরও বলেন, “পরের যে ( Next Covid Variant ) রূপটি চিন্তার কারণ হবে তা নিশ্চিত ভাবেই অনেক বেশি সংক্রামক হতে চলেছে। কারণ সেটিকে বর্তমান রূপগুলিকে ছাপিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হল, আগামী দিনে কোভিডের রূপগুলিতে মারণ ক্ষমতা কতটা বেশি হবে?” পাশাপাশি তাঁর মতে, ‘আগামী রূপগুলি আরও সহজে টিকাকে এড়িয়ে যেতেও সক্ষম হবে। কাজেই অতিমারি শেষ হয়ে যাওয়ার কোনও রকম আশা এখনই দেখা যাচ্ছে না বলেই মত তাঁর। তবে টিকা এড়িয়ে সংক্রমিত করতে পারলেও টিকা প্রাপ্ত ব্যাক্তিদের ক্ষেত্রে সেই প্রভাব হবে যথেষ্ট কম।

Next Covid Variantউল্লেখ্য, কোভিডের প্রথম রূপটির তুলনায় আলফা রূপটি প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক ছিল বলে বিশেষজ্ঞদের দাবি। তার পর আলফার থেকে ৫০ শতাংশ বেশি গতিতে ছড়িয়ে পড়েছিল ডেল্টা ভ্যারিয়েন্টটি। আবার মারণ ক্ষমতা কম হলেও সংক্রমণের ক্ষমতায় ডেল্টাকেও টক্কর দেয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতি যখনই কোভিডের কোনও উদ্বেগজনক হয়েছে উঠেছে তখন দেখা গেছে, তা আগের ( Next Covid Variant ) রূপটির তুলনায় বেশি সংক্রামক। সুতরাং এটা স্পষ্ট যে, এরপর যদি কোভিডের কোনও উদ্বেগজনক রূপ দেখা যায় তবে তা সংক্রমণ ক্ষমতায় ছাপিয়ে যাবে আগের রূপগুলিকে।

আরও পড়ুন….Coronavirus Update in India : দেশে সংক্রমণের গ্রাফ খানিক নিম্নমুখী, তবে বাড়ছে মৃত্যু

প্রসঙ্গত, গত দু’বছরে করোনার নানা ( Next Covid Variant ) ভ্যারিয়েন্টের জেরে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষা ব্যবস্থা। বর্তমানে তা অনেকাংশে আগের পরিস্থিতিতে ফিরে এলেও, করোনার নতুন কোনও উদ্বেগজনক রূপের প্রকাশ ঘটলেই ফের কামড় বসবে শিক্ষায়। এদিকে, গত কয়েকদিন দেশের করোনা সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী হলেও, গত ২৪ ঘণ্টায় ফের দেখা গেছে বৃদ্ধি। এই সময়কালের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৩৬৫ জন। তবে সংক্রমণের তুলনায় আরও বেশি ভয় দেখাচ্ছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২১৭ জনের। তবে তেমনই স্বস্তি দিয়ে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।




Leave a Reply

Back to top button