ডিসেম্বরের শেষে যমুনা নদীতে কোনো নোংরা থাকবে না, নির্দেশিকা জাড়ি করল NMCG

গঙ্গার জলে আর কোনরকম নোংরা ভাসবে না, এই বছর ডিসেম্বরের আগে দূষণ মুক্ত হবে গঙ্গা, এমনটাই জানালেন এক সরকারি আধিকারিক। প্রায় ১৩০০ কিমি বিস্তৃত যমুনা নদী, ভারতবর্ষের সবচেয়ে বেশি দূষিত নদী(NMCG on Yamuna Pollution)। ভারতের রাজধানীতে অর্ধেকের বেশি জল ব্যবহৃত হয় এই নদীর(NMCG on Yamuna Pollution)।

আরও পড়ুন: স্মৃতির প্রশংসায় পঞ্চমুখ রমন, মান্ধানার শতরানে উচ্ছ্বাসিত রমনের সাধুবাক্যের ফুলঝুরি

ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার পরিচালক জি অশোক কুমার জানান , যে ১৮ টি ড্রেনের মাধ্যমে যমুনায় নোংরা জল এসে পড়ে সেই ১৮টি ড্রেনের জল শ্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট- এ ফেলা হবে(NMCG on Yamuna Pollution)। “এখন যেহেতু স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, আমরা নদীতে প্রবাহিত নোংরা জলকে এই প্লান্টগুলিতে ফিরিয়ে দিতে পারি। এসটিপি থেকে আমরা যে শোধিত জল পাই তা নদীতে যোগ করা যেতে পারে যাতে নদীর প্রবাহও উন্নত হয়। তাই ডিসেম্বরের মধ্যে যমুনা নদীতে কোনো নোংরা পানি আসবে না এবং এর প্রবাহেরও উন্নতি হবে”(NMCG on Yamuna Pollution)।

Yamuna River

আরও পড়ুন: অভিনেতা থেকে রাজনীতির ময়দানে! এই বিরাট পথে পাড়ি দিয়েছেন শত ফুল

তিনি আরো জানান, “তখন পর্যন্ত যমুনায় স্নানের মানসম্পন্ন জল রয়েছে তা নিশ্চিত করার চেষ্টা করব”। কুমার জানান যমুনার দূষণ কমানোর পর যমুনায় জলের প্রবাহ বাড়ানো তাদের মূল লক্ষ্য(NMCG on Yamuna Pollution)। যমুনার গতিপথের মাত্র ২ শতাংশ অর্থাৎ ২২ কিমি দিল্লীর উপর দিয়ে বয়ে গিয়েছে(NMCG on Yamuna Pollution)। কিন্তু ৯৮ শতাংশ দূষণ ঘটে শুধুমাত্র দিল্লিতে। মূলত শিল্প কারখানার বর্জ্য পদার্থ এসে নদীর জলে মেসাতেই এই দূষণ(NMCG on Yamuna Pollution)।

Yamuna River

আরও পড়ুন: আধার কাটালো জীবনের অন্ধকার, নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানায় দিল্লিতে মোট উদপাদিত নোংরা জলের ৩৮০০ মিলিয়ন লিটার(NMCG on Yamuna Pollution)। “নদীতে ঝর্ণা সৃষ্টি করে এমন নন-পয়েন্ট উৎস সম্পর্কেও আমরা জানার চেষ্টা করছি। আমরা ধোবি ঘাটগুলো দেখার চেষ্টা করছি যেখান দিয়ে প্রচুর সাবান পানিতে আসছে। আমরা সেই ননপয়েন্ট উত্সগুলিকেও মোকাবেলা করার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি যে তারা নদীতে দূষণ বাড়াবে না”, কুমার জানান(NMCG on Yamuna Pollution)।




Leave a Reply

Back to top button