জনপ্রিয় ধর্মগুরু ‘বাগেশ্বর বাবা’কে হত্যার হুমকি, গ্রেফতার করা হল অভিযুক্তকে
ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের প্রচার চালান। সেই ধর্ম সভা গুলোতে মাঝেমধ্যেই বিভিন্ন কীর্তি দেখান তিনি। সম্প্রতি তাকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন হিন্দু সংগঠনগুলো তেতে ওঠে।

শুভঙ্কর, নয়া দিল্লি: স্বঘোষিত ধর্ম গুরু তিনি, ভক্তদের কাছেও তুমুল জনপ্রিয় এই তরুণ। বিভিন্ন ধর্ম সভায় তার করা কীর্তি দেখে চোখ কপালে উঠে যায় সবার। তবে সেই বিষয়গুলি কতটা সত্যি তা নিয়ে বিজ্ঞানমনস্কদের মনে প্রশ্ন রয়েছে। তাকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কার কথা হচ্ছে বুঝতেই পারছেন। তিনি বাগেশ্বর ধামের ‘স্বঘোষিত গডম্যান’ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। সম্প্রতি তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় স্থানীয় পুলিশ সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আনাস আনসারি।
ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের প্রচার চালান। সেই ধর্ম সভা গুলোতে মাঝেমধ্যেই বিভিন্ন কীর্তি দেখান তিনি। সম্প্রতি তাকে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন হিন্দু সংগঠনগুলো তেতে ওঠে।হাফিজগঞ্জ থানায় একটি স্থানীয় হিন্দু গোষ্ঠীর সদস্য এই পোস্টের বিষয়ে এফআইআর দায়ের করেন। তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। উত্তরপ্রদেশের বেরেলিতে আনাস আনসারি নামে এক যুবককে বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়ে করা বিতর্কিত পোস্টে হিন্দু সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ বেড়েছে। তাদের দাবি অভিযুক্তকে কড়া শাস্তি দিতে হবে। বিতর্কিত পোস্টের স্ক্রিনশট টুইট করে, বেরেলি পুলিশ, আইজি, এডিজি এবং ডিজিপিকে ট্যআগও করা হয়েছে।
এই বিষয়ে, এসপি দেহাত রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, পন্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট এবং খুনের হুমকি দেওয়ায় আনাস আনসারী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার (গ্রামীণ) রাজ কুমার আগরওয়াল বলেছেন, “সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে ধীরেন্দ্র শাস্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়। এই বিষয়ে আমরা অভিযোগ পেয়ে আনাস আনসারি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে”।