সীমান্ত সংঘাতের মধ্যেই প্রতারণা, বেটিং অ্যাপ বানিয়ে ভারত থেকে ১৪০০ কোটি লুট চিনা নাগরিকের
মাত্র ৯ দিনে ১২০০ ভারতীয়র থেকে প্রায় ১৪০০ কোটি চুরি করে সে

সীমান্ত সংঘাতের মধ্যেই প্রতারণা। ভুয়ো বেটিং অ্যাপ খুলে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিল এক চিনা ব্যক্তি। ভারতে অনলাইন বেটিং নিষিদ্ধ। কিন্তু সেরকমই অ্যাপ বানিয়েছিল ওই চিনা নাগরিক। ফুটবল ম্যাচের উপর চলত বেটিং। মাত্র ৯ দিনে ১২০০ ভারতীয়র থেকে প্রায় ১৪০০ কোটি চুরি করে সে।
সম্প্রতি এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে গুজরাত পুলিশ। জানা গেছে, ওই চিনা নাগরিকের নাম উ উয়ানবে। শেনজেন প্রদেশের বাসিন্দা। সে এই প্রতারণা চক্রের ‘মাথা’। ২০২০ সালে ভারতে ঘাঁটি গাড়ে উয়ানবে। বিহারের পাটনায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তারপর চলে যায় গুজরাতের বাসনকন্ঠে। কিছুদিন পর ফিরে যায় চিনে।
২০২২ সালে কয়েকজন ভারতীয়র সাহয্যেই বেটিং অ্যাপ চালু করে উয়ানবে। নাম ‘দানি ডেটা’। ২০২২ সালেই অ্যাপ প্রতারণার বিষয়টি সামনে আসে। তদন্তে নামে গুজরাত সিআইডি। তৈরি হয় বিশেষ তদন্তকারী দল বা সিট। তদন্তে দেখা যায়, প্রতারিতদের সবাই গুজরাত বা উত্তর প্রদেশের বাসিন্দা। আগ্রা পুলিশও তদন্ত শুরু করে।
এরপরই সামনে আসে প্রতারণা চক্র। জানা যায়, প্রতিদিন ২০০ কোটি টাকা করে গায়েব হয়েছে এই অ্যাপে। তরুণ থেকে বৃদ্ধ, প্রায় সব বয়সিরাই টাকা হারিয়েছেন। এই অ্যাপ মাত্র ৯ দিন ‘লাইভ’ ছিল। তার মধ্যেই ১৪০০ কোটি টাকা গায়েব হয়ে যায়। গুজরাতের ৯ বাসিন্দা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তদন্তে জানা যায়।
তদন্তে ঢুকে পুলিশ বুঝতে পারে, শুধু প্রতারণা নয়, এর সঙ্গে হাওয়ালাও জড়িয়ে আছে। প্রতারণার টাকা বিদেশে পাচার করতে ভুয়ো সংস্থা খোলা হয়। আইটি আইনে মামলা দায়ের করে গুজরাত পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, শেনজেনে বসে এখনও অনলাইনে প্রতারণা চালাচ্ছে উয়ানবে। হংকং এবং সিঙ্গাপুর তার টার্গেট।