অবশেষে এল গেরুয়া বন্দে ভারত, কি কি পরিবর্তন আনা হল এই ট্রেনে? চলবে কোন রুটে?
অবশেষে শনিবার সবার সামনে এসেছে গেরুয়া রঙের বন্দে ভারত। এই ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে উত্তেজনার কোনও অভাব নেই

শুভঙ্কর, নয়া দিল্লি: অনেকদিন ধরে যাত্রীদের মধ্যে জিজ্ঞাসা ছিল কবে আসবে গেরুয়া রংয়ের বন্ধ ভারত এক্সপ্রেস। দীর্ঘ জল্পনা-কল্পনা কাটিয়ে অবশেষে শনিবার সবার সামনে এসেছে গেরুয়া রঙের বন্দে ভারত। এই ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে উত্তেজনার কোনও অভাব নেই। এতদিন প্রশ্ন ছিল কবে আসবে এই ট্রেন। এখন প্রশ্ন হচ্ছে কোন রূটে চালানো হবে এই ট্রেন। সরকারিভাবে এখনও এই ট্রেনের কোন রুট নির্দেশিকা সামনে আনা হয়নি। এছাড়াও প্রশ্ন রয়েছে এই গেরুয়া রঙের বন্দে ভারতের অন্দরসজ্জায় কোনও পরিবর্তন করা হয়েছে কিনা। তবে একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে সেই রকম কিছু পরিবর্তন আনা হয়নি।
তবে নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস এখন তৈরি করা হচ্ছে তাতে ২৫টি পরিবর্তন আনা হবে বলে মনে করা হচ্ছে।তবে অন্য কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এই গেরুয়া রংয়ের বন্দে ভারতেও সেই পরিবর্তনগুলি রয়েছে। এক্সিকিউটিভ চেয়ার কারের আসনের রং পরিবর্তন, এক্সিকিউটিভ চেয়ার কারের যাত্রীদের পা রাখার জন্য বড় জায়গা, শৌচাগারে বেশি আলো ব্যবহার করা সহ অনেকগুলি পরিবর্তন আনা হবে নতুন নীল-সাদা বন্দে ভারতে। যা এখানেও আছে বলে অনেকেই মনে করছেন।
গেরুয়া বন্দে ভারত নিয়ে আসার মধ্যেই স্লিপার বন্দে ভারত নিয়ে আসার জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় রেল। প্রাথমিকভাবে ১২০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ট্রেনগুলো তৈরি করার জন্য বরাত পেয়েছে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার সংস্থা ট্রান্সমাস হোল্ডিং গ্রুপের যৌথ সংস্থা। খুব তাড়াতাড়ি যাত্রী সাধারণের জন্য এই ট্রেনগুলি নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, ৮০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করবে ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড এবং টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। টিটাগর যে বরাত পেয়েছে সেই ট্রেনগুলি তৈরি হবে হুগলিতে।