দৃষ্টি নেই তবুও পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় প্রথম, পরিশ্রমই পন্থা অন্ধ সন্যাসীর

অহেলিকা দও, কলকাতা : কঠোর পরিশ্রমই ( Hard work) সাফল্যের মূল চাবিকাঠি। একজন মানুষ চাইলে জোর দিয়ে নিজের স্বপ্নকে ( dream) পূরণ করতে পারে। সমস্ত বাধা সেই জোরের কাছে তুচ্ছ। তেমনি এক ঘটনা ঘটেছে ওড়িশায় ( Orissa)। দৃষ্টিশক্তি না থাকলেও ( Blind) নিজের ( Orissa) কঠোর পরিশ্রম ( Hard work) তাকে এনে দিয়েছে সাফল্য ( Success)।
ওপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ
দৃষ্টিশক্তি না থাকলেও সমস্ত প্রতিকূল পরিস্থিতির কাটিয়ে চ্যাম্পিয়ন ( champion) হয়েছেন ভূবনেশ্বরের ( Bhubaneswar) সন্যাসী বেহেরা ( Sanyasi Behera)। তিনি দেখিয়েছেন যে কঠোর পরিশ্রমের মধ্যেও কিভাবে নিজের স্বপ্নকে সফল করা সম্ভব। দৃষ্টি প্রতিবন্ধী লোকটি ২০১৫ সালে ওড়িশা ( Orissa) পাবলিক সার্ভিস কমিশনের ( Public Service Commission) ওপিএসসি ( OPSC) পরীক্ষায় উত্তীর্ণ ( Passed the test) হয়েছে এবং রাজ্যে শীর্ষস্থান অর্জন করেছেন।
ওড়িশা হাইকোর্টে পিল দাখিল
সন্যাসী বেহেরা জন্ম থেকেই দৃষ্টি শক্তিহীন। তিনি ২০০৬ সাল থেকে সরকারি পরীক্ষায় স্থান পাওয়ার জন্য লড়াই শুরু করে। ২০১১ সালে ওড়িশা ( Orissa) হাইকোর্টে একটি পিল দাখিল করেন। সেখানে ৬৭০জন প্রার্থীর মধ্যে সাতজন দৃষ্টি শক্তিহীন ব্যাক্তি নির্বাচিত হয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্ট সমস্ত দৃষ্টি শক্তিহীনদের পরীক্ষায় বসার অনুমতি দেন। তিনিই এখন সকলের জন্য এক অনুপ্রেরণা।
সন্যাসী বেহেরার বক্তব্য
এই পরীক্ষায় ( Orissa) অংশগ্রহণ করতে পেরে সন্যাসী বেহেরা বলেছিলেন, “আমি সমস্ত আইনি বাধা অতিক্রম করে এই ধরনের একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং এতে পাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।” তাঁর দুজন মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তাঁর মেয়ে তাঁর বাবার এই রেজাল্টে অত্যন্ত খুশি হয়ে বলেছেন, “যখন বাবার রেজাল্ট বেরিয়েছিল তখন আমি তাঁর কাছেই ছিলাম। তাঁর এই রেজাল্টে আমি অত্যন্ত খুশি। আমি বলে বোঝাতে পারবোনা যে আমি কতটা খুশি।”