রাশিয়া-‌ইউক্রেন হিংসার আঁচ, সীমান্তে ভারতীয়দের সঙ্গে পাকিস্তানি ছাত্রদের সংঘর্ষ

রাজকুমার মণ্ডল : সীমান্তে ভারতীয়দের সঙ্গে পাকিস্তানি ছাত্রদের সংঘর্ষ। ইউক্রেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা সোমবার রাজ্যের রাজস্ব মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদীর সাথে দেখা করেছেন এবং গুজরাটে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য জরুরি হস্তক্ষেপের অনুরোধ করেছেন। পাকিস্তানি ছাত্রদের সাথে সংঘর্ষের সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে। আহমেদাবাদের 80 জন শিক্ষার্থীর বাবা-মা সোমবার ত্রিবেদীর সাথে দেখা করেছিলেন অভিভাবকরা দাবি করেছেন যে তাদের ছেলে মেয়েরা পাকিস্তানি ছাত্রদের মুখোমুখি হয়েছিল।

ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত ও পার হতে দেওয়া হচ্ছিল না। তাদের পর্যাপ্ত খাবার বা আশ্রয় নেই এবং তারা লড়াই করছে অনবরত দিনের পর দিন। মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদীর রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার আধিকারিকদের ডেকে অবিলম্বে কেন্দ্রকে জানাতে নির্দেশ দেন। তিনি অভিভাবকদের আশ্বস্ত করেছেন খুব চটজলদি সমাধানের চেষ্টা করা হচ্ছে মন্ত্রকের তরফ থেকে।

প্রসঙ্গত ছাত্রদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসাশাস্ত্র পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিল প্রত্যকেই।পূর্ব ইউরোপের দেশে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রায় ৩,০০০ জন ভারতীয় আছেন। তাঁদের সকলেই আতঙ্কে ভুগছেন। বাড়ি বা বাঙ্কার কোথাও সুরক্ষিত নেই তাঁরা। পাগলের মতো সাহায্যের আর্তি জানাচ্ছেন। ভারতীয় দূতাবাসের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের দাবি, দূতাবাসের তরফে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।

‌আরো পড়ুন Chernobyl nuclear power plant  : এই সংবাদমাধ্যম বলছে ভারত দখল করেছে ইউক্রেন, কিন্তু কেন বলল এমন

এদিকে মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী সমস্থ ছাত্রছাত্রীর অভিভাবকদের কথা শুনে তাদের যন্ত্রণার কথা কেন্দ্র সরকারের কাছে দ্রুত জানান দেবার আশ্বাস দেন। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করে এবং তাদের অবিলম্বে সমস্যার সুরাহার বন্দ্যোবস্থ্ করবেন বলে জানান। তিনি আরো বলেন আমি আত্মবিশ্বাসী যে গুজরাটের সমস্ত ছাত্র যারা উপস্থিত রয়েছে। আমাদের বাচ্চারা মাইনাস ঠান্ডায় দুই রাত কাটিয়েছে। আমরা চাই আমাদের সন্তানকে ফিরিয়ে আনতে সরকার দ্রুত পদক্ষেপ করুক।




Leave a Reply

Back to top button