Petrol and diesel price : আবারও কি বাড়লো পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন এক নজরে

দীর্ঘ ৭২দিন দিন হতে চললো তবু পেট্রোলের দামের এখনও কোনরকম পরিবর্তন দেখা যায়নি( Petrol and diesel price )। সামনে পৌরসভা ভোট তবু কেন কলকাতায় এখনও কমেনি পেট্রোল( petrol price ), ডিজেল( diesel price ) এবং এলপিজি গ্যাসের দাম। কেন কমেনি এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আজ সরকারি তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল দ্বারা প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে প্রকাশিত দর অনুযায়ী কলকাতায় পেট্রোলের দাম( kolkata petrol price ) প্রতি লিটার ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম( kolkata diesel price ) প্রতি লিটারে ৮৯.৭৯ টাকাই আছে। আসুন জেনে নেওয়া যাক আপনার শহরে পেট্রোল, ডিজেল এবং এল পি জি গ্যাসের মূল্য কত হল।

দেশের মহানগরগুলিতে Petrol price

আজ দিল্লিতে পেট্রোলের দাম( petrol price ) ৯৫.৪১ টাকা, কোলকাতায় ১০৪.৬৭টাকা, মুম্বাইয়ে পেট্রোলের দাম ১০৯.৯৮ টাকা, চেন্নাইয়ে ১০১.৫১ টাকা, গুরগাঁওতে ৯৫.৬৮ টাকা, নয়ডাতে ৯৫.৬৪টাকা, ব্যাঙ্গালোরে ১০০.৫৮টাকা, ভুবনেশ্বরে ১০২.১০টাকা, হায়দ্রাবাদে ১০৮.২০টাকা, জয়পুরে ১০৭.৫০টাকা, লখনউতে ৯৫.২৪টাকা এবং পাটনায় ১০৬.১৭ টাকা। এক্ষেত্রে দেখা যাচ্ছে সবথেকে বেশি দামে পেট্রোল বিক্রি হচ্ছে জয়পুর সহ কলকাতা ,চেন্নাই । এবং কম টাকায় তেল পাওয়া যাচ্ছে দিল্লি, গুরগাঁও এবং লখনৌতে।

Petrol and Diesel price
Petrol and Diesel price

অপরদিকে মহানগরগুলিতে diesel price

অন্যদিকে মহানগরী গুলোতে আজ ডিজেলের দাম( diesel price ) হিসাবে দিল্লিতে ৮৬.৬৭টাকা, কোলকাতায় ৮৯.৭৯টাকা, মুম্বাইতে ৯৪.১৪টাকা, চেন্নাইয়ে ৯১.৫৩টাকা, গুরগাঁওয়ে ৮৬.৯০টাকা, নয়ডা তে ৮৭.১৪টাকা, ব্যাঙ্গালোরে ৮৫.০১, ভুবনেশ্বরে ৯১.৯১টাকা, চণ্ডীগড়ে ৮০.৯০টাকা, জয়পুরে ৯১.০৯টাকা, লখনউয়ে ৮৬.৮০ টাকা এবং পাটনা তে ৯১.৩২টাকা। অর্থাৎ আজ ডিজেলের দাম সবথেকে বেশি মুম্বাইয়ে। এবং সবথেকে কম চণ্ডীগড়ে।

মহানগরগুলিতে এলপিজি গ্যাসের দাম

আজ মেট্রোপলিটন শহর এবং রাজধানীতে এলপিজি গ্যাসের দাম যথাক্রমে নিউ দিল্লিতে ৮৯৯.৫০ টাকা, কোলকাতায় ৯২৬ টাকা, মুম্বাইয়ে ৮৯৯.৫০টাকা, চেন্নাইয়ে ৯১৫.৫০ টাকা, গুরগাঁওয়ে ৯০৮.৫০টাকা, নয়ডা তে ৮৯৭.৫০ টাকা, ব্যাঙ্গালোরে ৯০২.৫০টাকা, ভুবনেশ্বরে ৯২৬.০০ টাকা, চণ্ডীগড় ৯০৯.০০ টাকা, হায়দ্রাবাদ ৯৫২ টাকা, জয়পুরে ৯০৩টাকা, লখনউ তে ৯৩৭.৫০টাকা এবং পাটনা তে ৯৯৮ টাকা।

আরও পড়ুন : Coronavirus Update in India : সংক্রমনের গ্রাফ উর্দ্ধমুখী হলেও ২৪ঘণ্টায় কমল মৃত্যু হার

 




Leave a Reply

Back to top button