৯ বছরে মোদী কটা ছুটি নিয়েছেন জানেন? আরটিআইয়ে চমকে দেওয়া তথ্য
২০১৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন নরেন্দ্র মোদী। তারপর কেটে গিয়েছে ৯ বছর। চব্বিশে ফের লোকসভা ভোট। কিন্তু এই ৯ বছরে মোট কতদিন কাজ করেছেন মোদী? ঘুরিয়ে বললে, এই ৯ বছরে কটা ছুটি নিয়েছেন প্রধানমন্ত্রী?

২০১৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন নরেন্দ্র মোদী। তারপর কেটে গিয়েছে ৯ বছর। চব্বিশে ফের লোকসভা ভোট। কিন্তু এই ৯ বছরে মোট কতদিন কাজ করেছেন মোদী? ঘুরিয়ে বললে, এই ৯ বছরে কটা ছুটি নিয়েছেন প্রধানমন্ত্রী? আরটিআই-এর জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষমতায় আসার পর থেকে একদিনও ছুটি নেননি মোদী। তিনি কখনওই ‘অফ ডিউটি’ হন না। সবসময়ই ‘অন ডিউটি’ থাকেন।
মোদী কাজপাগল। চব্বিশ ঘণ্টাই দেশ এবং দেশবাসীর জন্য উৎসর্গকৃত। এমনই দাবি করেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা বলেন, রবিবার হোক কিংবা জাতীয় ছুটি, মোদীকে কখনও বিশ্রাম নিতে দেখা যায় না। তথ্যের অধিকার আইনে এই নিয়েই জানতে চেয়েছিলেন পুণের সমাজকর্মী প্রফুল্ল পি সারদা। প্রধানমন্ত্রী কার্যালয়কে তিনি দুটি প্রশ্ন করেন।
প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদী কতদিন অফিসে উপস্থিত ছিলেন? এর জবাবে প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী সবসময়ই নিজের কাজের জায়গায় উপস্থিত। সর্বদা ‘অন ডিউটি’ থাকেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একদিনই ছুটি নেননি।
দ্বিতীয় প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোদী কটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বা উপস্থিত ছিলেন? এর উত্তরে পিএমও একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে। বলেছে, এই ওয়েবসাইটে গেলেই সমস্ত তথ্য পাওয়া যাবে। যাতে দেখা যাচ্ছে, দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৩ হাজারের বেশি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মোদী। অর্থাৎ প্রায় প্রতিদিন একটি করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সামিল।
আরটিআই সামনে আসার পর প্রতিক্রিয়া দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ‘এই সব প্রশ্ন বিজেপি হয়ত নিজেদের লোকেদের দিয়েই করায়। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা কেউই ছুটি নেন না। তাঁরা যেখানে থাকেন সেটাই তাঁদের দফতর। এমন নয়, প্রধানমন্ত্রী তাঁর সচিবালয়ে গেলে তবেই তিনি অফিসে গিয়েছেন ধরা হবে। প্রধানমন্ত্রীর বাসভবনও তাঁর দফতর। সুতরাং এসব গিমিক ছাড়া কিছু নয়’।