আগামী মাসেই উপত্যাকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঝুলিতে একাধিক শিল্প-প্রকল্প

সমাপ্ত দেশের পাঁচ রাজ্যের নির্বাচন। গোটা নির্বাচনী আবহে নিজের দলের হয়ে মাঠে নেমে জোর প্রচার চালিয়েছেন ( PM Modi ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছু দিন আগেই আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনের আগে নিজের দলের প্রচারের উদ্দেশে সেই রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। এবার আরেক নতুন সফর। আগামী মাসেই প্রধানমন্ত্রী পাড়ি দিতে চলেছেন উপত্যাকায়। ‘পঞ্চায়েতী রাজ দিবস’-এর দিন জম্মু ও কাশ্মীরের যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই গোটা সফরে একাধিক বৈঠক, শিল্প ও প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন ( PM Modi )  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএমও অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল অর্থাৎ ‘পঞ্চায়েতী রাজ দিবস’-এর দিন উপত্যাকায় পাড়ি দিতে চলেছেন প্রধানমন্ত্রী। মূলত পঞ্চায়েতী রাজ ইনস্টিটিউশন বা পিআরআইএস-এর কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও, সেখানে শিল্প ও নানা প্রকল্প স্থাপনের ব্যবস্থাপনা করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ধারা ৩৭০ সরানোর পর প্রথম উপত্যাকা সফরে যাবেন ( PM Modi )  প্রধানমন্ত্রী। ২০১৯ সালে উপত্যাকায় ধারা ৩৭০ সরানোর পর এই প্রথমবারের জন্য সেখানে যেতে চলেছেন প্রধানমন্ত্রী। এই ধারা সরানোর পর থেকেই উপত্যাকার একাংশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে ছিল। আরেকাংশ খুশি হয়ে ছিল। চিরকালই বিতর্কে ভরা কাশ্মীর। রাজনৈতিক নানা স্বার্থ ব্যবহার করে সেখানকার মানুষজনকে।

কী এই ৩৭০ ধারা?

১৯৪৯ সালের ১৭ অক্টোবর সগবিধানে যুক্ত হয় ধারা ৩৭০। এই ধারাবলে জম্মুকাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয় (অনুচ্ছেদ ১ ব্যতিরেকে) এবং ওই স্বর্গভূমিকে দেওয়া হয় নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি। এছাড়াও, এই ধারা অনুযায়ী ওই রাজ্যে সংসদের ক্ষমতা সীমিত। দেশ ভাগের পর যখন গোটা ভারত নানা খন্ডে বিভক্ত। সকল রাজা-মহারাজারা নিজস্ব স্বাধীন ভুখন্ড। সেই সময় স্বাধীন ভুখণ্ডের তালিকা থেকে বিরত ছিল না কাশ্মীরও। সেখানকার রাজা হরি সিং চেয়েছিলেন প্রজাদের নিয়ে স্বাধীন থাকতে। এমতাবস্থায়, হরি সিং-এর এই সিধান্তকে কোনও মতেই মেনে নিতে রাজি হয়নি পাকিস্তান। তাঁরা সেখান আক্রমণ করলে, ভারত সকৌশলে হরি সিং-কে ভারত ভুক্তির আইনি কাগজ সাক্ষর করিয়ে উপত্যাকা নিজের দখলে নেয়। তবে তাঁদের স্বাধীন থাকার অনুমতি দেয়। আর সেই অনুমতিই ফুটে ওঠে ধারা ৩৭০-এ।




Leave a Reply

Back to top button